Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Thursday 12 December 2013

ব্রিটিশ প্রতিমন্ত্রী ওয়ার্সি ঢাকায়

কয়েক ঘণ্টার এই ঝটিকা সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
কূটনৈতিক প্রতিবেদক
ব্রিটিশ প্রতিমন্ত্রী ওয়ার্সি ঢাকায়
ব্রিটিশ জ্যেষ্ঠ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইদা ওয়ার্সি। ফাইল ছবি
ব্রিটিশ জ্যেষ্ঠ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইদা ওয়ার্সি কয়েক ঘণ্টার ঝটিকা সফরে বৃহস্পতিবার সকালে ঢাকায় এসেছেন।
সূত্রমতে, তিনি গত নভেম্বরে বাংলাদেশ সফরে আসতে চেয়েছিলেন; কিন্তু তখন তার সফর পিছিয়ে যায়। ওই পূর্বনির্ধারিত সফরে তিনি এবার এসেছেন।
জানা গেছে,  বৃহস্পতিবার সকালে সাইদা ওয়ার্সি ঢাকায় পৌঁছানোর পর কয়েক ঘণ্টা সময় কাটাবেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন।
এ ছাড়া ব্রিটিশ এই মন্ত্রী বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে। বিকেলে এক সংবাদ সম্মেলনে সফরের ফলাফল জানাবেন সাইদা ওয়ার্সি। পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ প্রতিমন্ত্রী গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করেছিলেন। তখন তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধাপরাধের বিচার এবং শাহবাগ আন্দোলন সম্পর্কে কথা বলেছিলেন।