Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Friday, 20 December 2013

বাংলাদেশের সাংবিধানিক সরকারকে মেনে নেবে ভারত:সালমান খুরশিদ


নয়াদিলি্ল প্রতিনিধি
বাংলাদেশে সংবিধান সম্মতভাবে যে দলের সরকারই গঠিত হোক, ভারত তাকেই মেনে নেবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ গতকাল বৃহস্পতিবার দিলি্লর হায়দরাবাদ হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। হায়দরাবাদ হাউসের বর্ষপূর্তি উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন। ঢাকা সফর শেষে ভারতীয় সাংবাদিক প্রতিনিধি দল তাকে জানায়, বাংলাদেশের সাধারণ নির্বাচনে ইতিমধ্যে ১৫৪ জন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিরোধীরা এই নির্বাচনে অংশ নেয়নি। এ ক্ষেত্রে ভারতের মনোভাব কী হবে?
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচনের বিষয়ে আমাদের মত দেওয়া উচিত নয়। তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত যে সরকার ক্ষমতায় আসুক, ভারত সে সরকারকেই মেনে নেবে। বাংলাদেশের জনসাধারণ যদি সংবিধানসম্মত সরকারকে মেনে নেয়, তাহলে এ বিষয়ে ভারতের কোনো ভিন্ন মত হবে না।'
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'বাংলাদেশ সরকারকে ভারত যে প্রতিশ্রুতি দিয়েছে, তার বাস্তবায়ন শুরু হয়েছে। পার্লামেন্টের রাজ্যসভায় সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হয়েছে। এখন এটা পার্লামেন্টের স্থায়ী বিল। বাস্তবায়নে সময় লাগবে ঠিকই; কিন্তু বাস্তবায়নের পথে এটা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মানতেই হবে।' 'তিনি বলেন, 'বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। এই বন্ধু দেশের জন্য ভারতের পক্ষে যতটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া সম্ভব, তা দিতে আমরা বদ্ধপরিকর।' ঢাকাফেরত সাংবাদিকরা তাকে বলেন, 'বাংলাদেশ আপনাদের সহযোগিতা চায়।' জবাবে তিনি বলেন, 'আমাদের পক্ষে যা করার, তা-ই করব।'