ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, শনিবার বেলা ১২টা ১২ মিনিটে দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অরবিন্দ কেজরিওয়াল।
অনলাইন ডেস্ক
দিল্লির সপ্তম ও সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল (৪৫)।
অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি
শনিবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।
এসব
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লির রামলীলা ময়দানে শনিবার বেলা ১২টা
১২ মিনিটে অরবিন্দ কেজরিওয়াল প্রদেশটির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ
নেন।
এর আগে তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা
মেট্রোরেলে চেপে বারখাম্বা পর্যন্ত আসেন। এরপর শপথ গ্রহণের জন্য গাড়িতে করে
তারা রামলীলা ময়দানে পৌঁছান। শপথগ্রহণের পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর
রাজঘাটে যাওয়ার কথা রয়েছে। এছাড়া শনিবারই দুপুর ২টায় দিল্লির নতুন
মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ারও কথা।
সম্প্রতি দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে এএপি ২৮টিতে জয়ী হয়। বিজেপি ৩১ ও কংগ্রেস পেয়েছে মাত্র ৮টি আসন।