Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Thursday 19 December 2013

সমঝোতা হলে দশম সংসদ ভেঙ্গে নির্বাচন: শেখ হাসিনা

বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক সভায় একথা বলেন তিনি।
সমকাল প্রতিবেদক
সমঝোতা হলে দশম সংসদ ভেঙ্গে নির্বাচন: শেখ হাসিনাপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আলোচনা চলছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের পরও আলোচনা চলবে। যদি সেই আলোচনায় আমরা সমঝোতায় আসি প্রয়োজনে সেই সংসদ ভেঙ্গে দিয়ে আবারও নির্বাচন দেয়া হবে।
বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক সভায় একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, "খালেদা জিয়া নির্বাচনের ট্রেন মিস করেছেন। আগামী নির্বাচনে বিএনপির অংশ নেয়ার সুযোগ নেই। দশম সংসদ নির্বাচনের পর নির্বাচনে আসতে হলে বিরোধীদলীয় নেতাকে হরতাল অবরোধ প্রত্যাহার করতে হবে। মানুষ হত্যা বন্ধ করতে হবে। জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে। সেই নির্বাচনও হবে সাংবিধানিক প্রক্রিয়ায়।"
বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, "আলোচনা হচ্ছে, নির্বাচনের পরও আলোচনা চলবে।"
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, "আলোচনার মধ্য দিয়ে যদি আমরা সমঝোতায় আসতে পারি, আর উনি যদি হরতাল-অবরোধ বন্ধ করেন, তাহলে সংসদ ভেঙে দিয়েও নির্বাচন দিতে পারি।"