Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Sunday 22 December 2013

গণমাধ্যম ও বিদেশীদের তীব্র সমালোচনা করলেন আশরাফ


যুগান্তর রিপোর্ট
গণমাধ্যম ও বিভিন্ন বিদেশী শক্তির কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামতিনি বলেন, পত্রিকার বুদ্ধিজীবীদের নিউজের হেডিং ও কলাম দেখলে তাদের গায়ে হাত না দিয়েই বোঝা যায় তাদের গায়ে কত জ্বালাআমেরিকা ও চীনের কড়া সমালোচনা করে আশরাফ বলেন, তাদের দেশে মৃত্যুদণ্ড দেয়া হলে কোনো সমস্যা নেইশুধু আমাদের বেলাতেই দোষশনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়সমীক্ষায় দেখা যায়, যুক্তরাষ্ট্রে এর সংখ্যা সবচেয়ে বেশিচীন নিজেদের বিশ্ব বিবেক বলে দাবি করেতাদের দেশেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়আমাদের এখানে হলেই দোষআওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই যে ড্রোন হামলা করে মানুষ হত্যা করা হচ্ছে, জুডিশিয়ালি না গিয়ে তাদের হত্যা করা হচ্ছেএই যে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়ে হত্যা করা হলসাদ্দাম হোসেনকে রশি দিয়ে এমনভাবে ফাঁসি দেয়া হল যে, তার শরীর থেকে মাথা আলাদা হয়ে গিয়েছিলখুব তো সবাই মুসলমান মুসলমান বলে কান্নাকাটি করিবিচার ছাড়াই লাদেনকে কিভাবে হত্যা করা হলঠাণ্ডা মাথায় তাকে হত্যা করে তার লাশ পর্যন্ত দাফন করা হল নাসাগরে ভাসিয়ে দেয়া হলএগুলো কি ধরনের জুডিশিয়াল কিলিং? কি ধরনের সিভিলাইজড কিলিং?
আশরাফ আরও বলেন, গাদ্দাফিকে ড্রেনের ভেতর থেকে বের করে হত্যা করা হয়েছেএগুলো কিছু নাআমরা কিছু করলেই দোষএগুলো নিয়ে তারা কথা বলেআমরা যদি কিছু বলি তাহলেই ওনারা নাখোশ হনআর আমাদের এখানে তাদের কিছু দালাল, তারা আরও বেশি নাখোশমুক্তিযুদ্ধের সময়ের কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্র ৭১ সালে ভারত মহাসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিলসিকিউরিটি কাউন্সিলে প্রস্তাব উত্থাপন করেছিলতারা যদি যুদ্ধ থামাতে পারত তবে এ দেশ অর্জন করা কঠিন ছিলতখন আমাদের পাশে ছিল সোভিয়েত ইউনিয়ন ও ইন্ডিয়াআমেরিকার পাশে ছিল চীনতিনি আরও বলেন, আমাদের কেউ দয়া করে স্বাধীনতা দেয়নিপাকিস্তানি সৈন্যরা দয়া করে পরাজিত হয়নিআমাদের যুদ্ধ করে বিজয়ী হতে হয়েছিলআমরা দেশের কোনো শত্রকে ভয় পাই নাবিদেশী শত্রদেরও ভয় পাই না
আশরাফ বলেন, নিউজ হবে বস্তুনিষ্ঠআন্দাজ করে কোনো নিউজ হতে পারে নাঅথচ পত্রিকায় ছাপা হয় চাঁপাইনবাবগঞ্জে আম গাছে কাঁচামরিচ ধরেছেএখন ময়মনসিংয়ের লোকজন জানে না চাঁপাইনবাবগঞ্জে কি হয়েছে আবার সেই পত্রিকাই কিছু দিন পর নিউজ করে চাঁপাইনবাবগঞ্জে ছাগলের পেটে বাঘের বাচ্চা হয়েছেআন্দাজের ওপর নিউজ হয় নানিউজ হ্যাজ টু বি বেইজড অন ফ্যাক্ট
টকশোর সমালোচনা করে তিনি বলেন, টকশো মানে ইংরেজি টক না, এটি তেঁতুলের টকএখানে যারা আসেন সবাই সর্ব বিষয়ে অভিজ্ঞআশরাফ বলেন, ঘুরেফিরে একই মুখগুলো সব জায়গাতে দেখা যায়রাতে যাকে রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যায়, সকালে তাকে রান্নার অনুষ্ঠানে দেখা যায়বিকালে দেখা যায় শিশু পরিচর্যার অনুষ্ঠানেগণতন্ত্রের আরেকটি স্তম্ভ গণমাধ্যম উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবেতবেই গণতন্ত্র স্থায়ী রূপ লাভ করবে
আমির হোসেন আমু : আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সর্বদলীয় সরকারের মন্ত্রী আমির হোসেন আমু বলেন, আন্দোলনের নামে যা হচ্ছে তা আইনশৃংখলা পরিস্থিতি বোঝায় নাচুরি, ডাকাতি, হত্যা এগুলোকে আইনশৃংখলা পরিস্থিতি বলে- যা নিয়ন্ত্রণে ছিল, আছেতিনি বলেন, আজকে একদলীয় নির্বাচন হচেছ না নির্বাচনে ১২টি দল অংশ নিচ্ছে
সুরঞ্জিত : আওয়ামী লীগের আরেক উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়া বহুত গ্যাঁড়াকলে আছেন তিনি গিলতেও পারছেন না ওগলাতেও পারছেন নাএকদিকে জামায়াতের কথায় তিনি নির্বাচনে আসছেন নাঅন্যদিকে তার দলের নেতারা নির্বাচন করতে চান