ইত্তেফাক ডেস্ক
মেয়েটি
অপেক্ষায় ছিল ছেলেটি তাকে ভালোবাসার প্রস্তাব দিবে। কিন্তু ছেলেটির দিক
থেকে তেমন কোনো প্রস্তাব না আসায় হতাশায় ভুগছিল সে। কিন্তু এমন একদিন
মেয়েটির স্বপ্ন পূরণ হলো যেদিন ছেলেটিকে একটি মামলায় গ্রেফতার করতে এসেছিল
পুলিশ। ঘটনাটি গত বুধবার ঘটে যুক্তরাষ্ট্রের ওকলাহামায়। সিটি পুলিশ জানায়,
হেস্টিন মার্ককে একটি ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার
করতে গেলে হেলেন নামের ওই মেয়েটি হঠাত্ সামনে এসে পড়ে। এমন সময় হেস্টিন
মেয়েটিকে জানায় সে তাকে ভালোবাসে। এরপর মেয়েটি স্বপ্ন পূরণের আনন্দে এবং
ছেলেটিকে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়ে। সে বারবার পুলিশ কর্মকর্তাদের
প্রতি অনুরোধ জানায় তাকে ছেড়ে দিতে। এক পর্যায়ে ছেলেটির পরিবর্তে তার হাতে
হাতকড়া পরিয়ে জেলে নিতে অনুনয় বিনয় করে। বার বার মুর্ছা যায়। এই ঘটনা দেখে
পুলিশ সদস্যরাও আবেগ আপ্লুত হয়ে পড়ে। কিন্তু মেয়েটির স্বপ্ন পূরণ হয়নি।
আইন তার ভালোবাসার কাছে মাথা নত করেনি।