Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Wednesday, 25 December 2013

তিন দিনেই ১০০ কোটির ক্লাবে 'ধুম থ্রি'

আনন্দ প্রতিদিন ডেস্ক
১০০ কোটি রুপির ক্লাবে ঢুকতে পারাই যেন ইদানীং বলিউডের সবচেয়ে বড় বিষয়। এ বছর শাহরুখ খানের 'চেন্নাই এক্সপ্রেস' ও হৃতিক রোশনের 'কৃষ থ্রি' চার দিনে এই অভিজাত ক্লাবে ঢুকতে পেরেছিল। তাদের সেই রেকর্ড ভেঙে মাত্র তিন দিনে ১০০ কোটি রুপি আয় করল আমির খানের 'ধুম থ্রি'। এখন পর্যন্ত শুধু ভারতেই আয় হয়েছে ১০৭ কোটি ৬১ লাখ রুপি। শুধু তা-ই নয়, বলিউডের ইতিহাসে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি টাকার [৩৬ কোটি ২২ লাখ রুপি] বাণিজ্য এখন 'ধুম থ্রি'র পকেটে। 'চেন্নাই এক্সপ্রেস' প্রথম দিন ৩৩ কোটি ১২ লাখ রুপি তুলেছিল। এক দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ডও [৩৪ কোটি রুপি] ছিল 'কৃষ থ্রি'র। ভেঙে গেল সেটাও। আশা করা হচ্ছে, বলিউডের প্রথম ছবি হিসেবে 'ধুম থ্রি' ৩০০ কোটি রুপির অধরা ক্লাব ছুঁয়ে ফেলবে।
এদিকে ভারতের বাইরেও অভাবনীয় সাফল্য পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত 'ধুম থ্রি'। উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষ দশেও [৯ নম্বর] ঢুকে পড়েছে ছবিটি। জানা গেছে, ভারত ও বহির্বিশ্ব মিলিয়ে সাড়ে ৪ হাজার প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। 'চেন্নাই এক্সপ্রেস' সাড়ে ৩ হাজার আর 'কৃষ থ্রি' মুক্তি পেয়েছিল ৩ হাজার ৭০০ প্রেক্ষাগৃহে। 'ধুম থ্রি'তে আমিরের সহশিল্পী ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন, উদয় চোপড়া ও জ্যাকি শ্রফ।