সোমবার ভোরে ম্যানিলার একটি উড়াল সড়ক থেকে একটি বাস অপর একটি ভ্যানের ওপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
অনলাইন ডেস্ক
উড়াল সড়ক থেকে বাসটি একটি ভ্যানের ওপর পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ছবি- বিবিসি
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সোমবার এক সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে ম্যানিলার একটি উড়াল সড়ক থেকে একটি বাস অপর একটি ভ্যানের ওপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়
ট্রাফিক পুলিশের তদন্ত কর্মকর্তা জোসে আবুয়গ বার্তাসংস্থা এএফপিকে জানান,
এই দুর্ঘটনায় আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে
পারে।
এছাড়া দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
দেশটির পরিবহন নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান উইনস্টোন গিলাজ জানান, দুর্ঘনায় বেঁচে যাওয়া চালককে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, ২০১১ সালে একই মহাসড়ক থেকে একটি বাস পড়ে গেলে তিনজন নিহত ও চারজন আহত হয়।