Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Thursday 19 December 2013

পাকিস্তানের প্রস্তাব নিয়ে সংসদে ব্যবস্থা নিন: সেলিম

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান তিনি।
সমকাল প্রতিবেদক
পাকিস্তানের প্রস্তাব নিয়ে সংসদে ব্যবস্থা নিন: সেলিম
ফাইল ছবি।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে পাকিস্তানের পার্লামেন্টে   নিন্দা প্রস্তাব পাস হওয়ায় দেশটির বিরুদ্ধে জাতীয় সংসদে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
 
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদের সামনে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
 
সেলিম বলেন, "আপনার বলেছেন ২৫ জানুয়ারি পর্যন্ত সংসদের মেয়াদ আছে। যদি তাই হয় তবে অবিলম্বে সংসদ আহ্বান করুন। কাদের মোল্লার পক্ষে পাকিস্তান যে অবস্থান নিয়েছে তার বিরদ্ধে সংসদে ব্যবস্থা নিন। নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক সংকট সমাধানেও সংসদে ব্যবস্থা নিতে পারেন।"
পাকিস্তানের রজানৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, "আপনাদের বক্তব্যে প্রমাণিত হয়েছে কাদের মোল্লা আপনাদের লোক। এই কাদের মোল্লা সেই কসাই কাদের মোল্লা। কাদের মোল্লা পাকিস্তানের কাছে দেশপ্রেমী; কিন্তু আমাদের কাছে দেশদ্রোহী। কাদের মোল্লা যেহেতু আপনাদের লোক সেহেতু তার লাশ পাকিস্তানে নিয়ে যান।"
এসময় জামায়াতকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একটি প্রতিপালিত সংগঠন দাবি করে জামায়াতকে নিষিদ্ধের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বাসদের সাধারণ সম্পাদক খলিকুজ্জামান, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।