ফোকাস
নতুন দাবি
এ
দেশে ফ্যাশন সচেতনতার পাশাপাশি দেশি পোশাকে আমাদের নিজস্ব শিল্পীদের
ব্র্যান্ডিং এবং একই সাথে ব্র্র্যান্ড অ্যাম্বাসেডর করার প্রচলন নিঃসন্দেহে
ফ্যাশন হাউজ 'রঙ'-এর কৃতিত্ব। একই সাথে তারকা ও দেশীয় পোশাককে এক করে যে
নিজস্ব ক্যাম্পেইন রসায়ন তৈরি করেছেন এই ফ্যাশন ডিজাইনার তা প্রশংসাযোগ্য।
তবে এর পাশাপাশি তার এই প্রতিষ্ঠানের ২০ বছর পূর্তি উপলক্ষে বলা যায় শুধু
উত্সবে পোশাক বিক্রির কথা চিন্তা করেই রঙ যেন তারকাদের সাজিয়েছে। আমাদের
চলচ্চিত্র বা নাটক বা মঞ্চের শিল্পীদের পোশাকে নতুনত্ব আনা বা নতুন রং
ছড়িয়ে দেওয়ার কথা এবারে ফ্যাশন ডিজাইনার হিসেবে বিপ্লব সাহা ভাবতে পারেন।
কারণ বাণিজ্যিকভাবে সফলতা এবং শুধুই তারকাদের সেলেব পরিচ্ছদের কথা চিন্তা
না করে সাংস্কৃতিক অঙ্গনে রঙ ছড়িয়ে যাক আগামী বছরগুলোও। সেই দাবি এখন
সকলের। ছবিতে 'রঙ'-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেশসেরা মডেল সাদিয়া ইসলাম
মৌকে সাথে নিয়ে ডিজাইনার বিপ্লব সাহা।http://adf.ly/?id=353839