Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Wednesday 25 December 2013

লাখপতি থেকে কোটিপতি আবদুল হাই

ঝিনাইদহ-১ (শৈলকূপা) থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আবদুল হাই গত ৫ বছরে লাখপতি থেকে এখন কোটিপতি। জেলা নির্বাচন অফিস সূত্রে পাওয়া হলফনামা বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
গত ৫ বছরে তার বার্ষিক আয় বেড়েছে প্রায় অর্ধকোটি টাকা। ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় বার্ষিক আয় ছিল ১ লাখ ৭২ হাজার টাকা। যেটি চলতি নির্বাচনে তার বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ৫১ লাখ ৯৯ হাজার ২৮৪ টাকা। এর মধ্যে তার কৃষি থেকে ২৫ হাজার, দৃশ্যমান কোনো ব্যবসা না থাকলেও এ খাতে তার আয় বেড়েছে ৩৫ লাখ ৭১ হাজার ৪০৭ টাকা এবং এমপি ও প্রতিমন্ত্রী হিসেবে ভাতাদি থেকে আয় ১৪ লাখ ৫০ হাজার ৮৭৭ টাকা। এ ছাড়া এ সময়ে তার ও স্ত্রীর নামীয় অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। এর মধ্যে স্বর্ণ ও জমির বর্তমান মূল্য ধরলে সম্পদের মূল্য দ্বিগুণ হয়ে সেটি ৩ কোটিতে দাঁড়াবে। যেখানে নবম জাতীয় সংসদে তার ও স্ত্রীর নামীয় অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ ছিল ১৯ লাখ ৫ হাজার ২৬৭.৬০ টাকা। তবে এসব সম্পদ অর্জনে তিনি কোনো দায়-দেনায় জড়িত হননি। দশম জাতীয় সংসদে হলফনামায় দাখিল করা স্থাবর সম্পদের মধ্যে রয়েছে নিজ নামে অর্জিত সময়ের ২ লাখ টাকা মূল্যের ৩ একর কৃষি জমি (তবে ওই জমির বর্তমান মূল্য প্রায় ৩০ লাখ টাকা), ১৫.৫০ শতক অকৃষি জমি মূল্য ২৬ লাখ টাকা ২৫ হাজার টাকা, একটি সেমিপাকা বাড়ির মূল্য ৪ লাখ টাকা এবং স্ত্রীর নামে ২৯.৫০ শতক অকৃষি জমি যার মূল্য ৮৮ হাজার টাকা। (এই জমির বর্তমান মূল্য নূ্যনতম ১ কোটি ২০ লাখ টাকা)। এ ছাড়া ঝিনাইদহ শহরে একটি দোতলা বাড়ি যার মূল্য দেখানো হয়েছে ৪৪ লাখ টাকা।