Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Monday, 16 December 2013

লাল-সবুজে বিশ্বজয়

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এ আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি।
অনলাইন ডেস্ক
লাল-সবুজে বিশ্বজয়

বিজয়ের ৪২ বছর পূর্তি উদযাপনে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাল-সবুজে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করেছে বাংলাদেশ।
সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর আট হাজার সদস্য ও স্কুল শিক্ষর্থীসহ ২৭ হাজার ১১৭ জন মানুষের অংশগ্রহণে এই মানব পতাকার ডিসপ্লে হয়।
সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বরেকর্ড হিসেবে এ আয়োজনটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় অসাধারণ এই মানব পতাকার আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি।
বর্তমানে সবচেয়ে বড় মানব পতাকা তৈরির রেকর্ডটি রয়েছে রাশিয়ার দখলে। সেখানে অংশ নিয়েছিলেন ২৬ হাজার ৯০৪ জন মানুষ।
এর আগে রেকর্ডটি ছিল পাকিস্তানের। ২৪ হাজার ২০০ জনের অংশগ্রহণে সেই মানব পতাকা তৈরি করা হয়েছিল।
বিশ্বের সর্ববৃহৎ এ পতাকা তৈরির আয়োজন গিনেস বুকে বাংলাদেশের সম্মানকে প্রতিষ্ঠিত করবে। পদক্ষেপটি দেখার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কমিটির অনুমোদিত একজন পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। আয়োজনটি সুষ্ঠুভাবে শেষ হওয়ার পর প্রমাণ হিসেবে সব তথ্য ও ছবি কমিটির কাছে পাঠাবেন তিনি।