বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এ আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি।
অনলাইন ডেস্ক
সোমবার
সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর আট হাজার সদস্য ও স্কুল
শিক্ষর্থীসহ ২৭ হাজার ১১৭ জন মানুষের অংশগ্রহণে এই মানব পতাকার ডিসপ্লে হয়।
সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বরেকর্ড হিসেবে এ আয়োজনটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় অসাধারণ এই মানব পতাকার আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি।
বর্তমানে সবচেয়ে বড় মানব পতাকা তৈরির রেকর্ডটি রয়েছে রাশিয়ার দখলে। সেখানে অংশ নিয়েছিলেন ২৬ হাজার ৯০৪ জন মানুষ।
এর আগে রেকর্ডটি ছিল পাকিস্তানের। ২৪ হাজার ২০০ জনের অংশগ্রহণে সেই মানব পতাকা তৈরি করা হয়েছিল।