Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Wednesday 6 November 2013

৪৫ দেশে ডয়চে ভেলের বাংলা বিভাগ

ডয়চে ভেলের বাংলা বিভাগের ভক্তরা ছড়িয়ে আছেন বিশ্বের কমপক্ষে ৪৫টি দেশে৷ এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভক্তের উপস্থিতি বাংলাদেশে৷ বাকিরা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন৷ ফেসবুক পরিসংখ্যান জানাচ্ছে এই তথ্য৷
ফেসবুকে ডয়চে ভেলের বাংলা বিভাগের আনুষ্ঠানিক পাতা চালু হয় সেই ২০০৮ সালে৷ বর্তমানে এই পাতার অনুসারী বা ভক্তের সংখ্যা বাড়ছে হুড়হুড়িয়ে৷ ৬ নভেম্বর পর্যন্ত ফেসবুক পাতায় ভক্তের সংখ্যা ছিল এক লাখ ছেষট্টি হাজার৷ ক্রমশই সেটা বাড়ছে৷
প্রতিটি ফেসবুক পাতার হালনাগাদ অবস্থা পর্যবেক্ষণ করার জন্য রয়েছে ‘‘পেজ ইনসাইটস'' অপশন৷ পাতার এডমিনরা এই অপশনে গিয়ে বিভিন্ন তথ্য জানতে পারেন৷ ডিডাব্লিউ (বাংলা ভাষা) পাতার পরিসংখ্যান বলছে, এই পাতার ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি নব্বই শতাংশের অবস্থান বাংলাদেশে৷ ৬ নভেম্বর, ২০১৩ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী শুধু ঢাকা শহরেই রয়েছেন ডয়চে ভেলের সত্তর হাজারের বেশি অনুসারী৷ আর প্রথম দশটি শহরের মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ বাংলাদেশের বিভিন্ন শহর৷
দেশভিত্তিক অনুসারীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত৷ কলকাতা রয়েছে শহরভিত্তিক তালিকার ২৪তম স্থানে৷ ‘‘পেজ ইনসাইটস'' অনুযায়ী, বিশ্বের কমপক্ষে ৪৫টি দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ডিডাব্লিউ (বাংলা ভাষা) পাতার অনুসারীরা৷ এর মধ্যে প্রথম দশটি দেশের তালিকায় রয়েছে যথাক্রমে বাংলাদেশ, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, সিংগাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র৷ তালিকায় সবচেয়ে নীচে রয়েছে সাইপ্রাস৷ সেদেশে বাংলা বিভাগের অনুসারীর সংখ্যা মাত্র ২৩ জন৷এছাড়া আরো কয়েকটি দেশে এপাতার অনুসারী রয়েছে বলে ধারণা করা হয়৷
ডিডাব্লিউ (বাংলা ভাষা) পাতার অনুসারীদের মধ্যে পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি৷ ১৮ থেকে ৩৪ বছর বয়স অবধি অনুসারীদের মধ্যে প্রায় আশি শতাংশই পুরুষ৷ সামগ্রিকভাবে ফেসবুকের পুরুষ ব্যবহারকারীর সংখ্যা ৫৪ শতাংশ, নারী ৪৬ শতাংশ৷
প্রসঙ্গত, সম্প্রতি ইউটিউবে চালু হয়েছে ডয়চে ভেলের বাংলা বিভাগের চ্যানেল৷ এই চ্যানেলে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক বিভিন্ন ভিডিও প্রতিবেদন, সাক্ষাৎকার নিয়মিত প্রচার করা হচ্ছে৷ ইতোমধ্যে এই পাতার সাবস্ক্রাইবারের সংখ্যা পঞ্চাশের ঘর পেরিয়েছে৷ আর টুইটারে ডিডাব্লিউ (বাংলা ভাষা) পাতায় রয়েছেন প্রায় তিন হাজার অনুসারী৷

DW.DE