-
সরকারি কর্মকমিশন (পিএসসি) ভবন।
৩৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দিতে যাচ্ছেন ৮ হাজার ৫২৯ জন।
1515
0
চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৫ হাজার ৯৫১ জনের মধ্যে এই সাড়ে আট হাজার
প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়ার সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি
কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিশনের ওয়েবসাইটেই ফল পাওয়া যাবে।
ফলাফলের আদেশে বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট
১৫
হাজার
৯৫১
জন
উত্তীর্ণ
হলেও
শূন্য
পদের
সংখ্যা
কম
হওয়ায়
সবাইকে
‘ক্যাডার
পদে’
নিয়োগ
দেয়া
যাচ্ছে
না।
“উত্তীর্ণদের
মধ্যে
যারা
‘ক্যাডার
পদে’
নিয়োগ
পাচ্ছেন
না,
পরে
তাদের
‘নন-ক্যাডার’
পদে
নিয়োগের
চেষ্টা
করা
হবে।
তবে
এর
কোনো
নিশ্চয়তা
পিএসসি
দিচ্ছে
না।”
২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে ৩৩তম
বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও সরকারের মেয়াদের একেবারে শেষ সময়ে
দ্বিগুণ প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হলো।
এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী গত বছর ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় অংশ নেন।
গত বছরের ২৮ জুন এর ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ ২৮ হাজার ৯১৭ জন অংশ নেন লিখিত পরীক্ষায়।
তাদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৬৯৩ জনের মৌখিক পরীক্ষা নেয়া হয় গত মে ও জুন মাসে।