ঢাকা:আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রায় চূড়ান্ত হয়ে এসেছে। দলের নীতি নির্ধারণী সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়ার জন্য ইতিমধ্যে চিঠি তৈরি হয়ে গেছে।
এসব চিঠিতে স্বাক্ষর করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সূত্র জানায়, আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সঙ্গে আলোচনা করে শিগগির এসব প্রার্থীদের নাম ঘোষণা ও চিঠি দেয়া হবে।
মনোনয়ন প্রায় চূড়ান্ত এমন ১১৯ জনের তালিকা ইতিমধ্যেই ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে প্রকাশ করা হয়েছে। এছাড়া সম্ভাব্য আরও ৩১ জনের নাম জানা গেছে।
দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রংপুর-৪ আসন থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন টিপু মুন্সি, রংপুর-৫ আসনে এইচ এন আশিকুর রহমান, গাইবান্ধা-৪ ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন চৌধুরী, জয়পুরহাট-১ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বগুড়া-১ আব্দুল মান্নান, রাজশাহী-৪ ইঞ্জিনিয়ার এনামুল হক, চুয়াডাঙ্গা-১ সোলাইমান হক জোয়ারদার।
এছাড়া টাঙ্গাইল-৩ আমানুর রহমান রানা, টাঙ্গাইল-৭ একাব্বর হোসেন, টাঙ্গাইল-৮ শওকত মোমেন শাহজাহানের মনোনয়ন প্রায় চূড়ান্ত।
নেত্রকোণা-৫ আসন থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন ওয়ারেসাত হোসেন বেলাল, মানিকগঞ্জ-৩ আসনে জাহিদ মালেক।
ঢাকা-২ আসনে পরিবর্তন আসছে না। আইন প্রতিমন্ত্রী এড. কামরুল ইসলামই থাকছেন এই আসনে। এছাড়া ঢাকা-৩ নসরুল হামিদ বিপু, ঢাকা-৫ হাবিবুর রহমান মোল্লা, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৬ ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা-১৮ সাহারা খাতুন, ঢাকা-২০ বেনজীর আহমেদের চিঠি তৈরি।
অন্যদিকে নরসিংদী-২ আনোয়ারুল আশরাফ খান, কুমিল্লা-১ সুবিদ আলী ভূইয়া, কুমিল্লা-৬ আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৯ তাজুল ইসলাম, কুমিল্লা-১০ আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), চাঁদপুর-৩ দীপু মনি, চট্টগ্রাম-৮ নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম-৯ ডা. মো. আফসারুল আমিন, চট্টগ্রাম-১০ এম এ লতিফ, চট্টগ্রাম-১১ শামসুল হক চৌধুরী, কক্সবাজার-৩ আব্দুর রহমান বদি, বরিশাল-৫ শওকত হোসেন হিরন মনোনয়ন পেতে যাচ্ছে বলে জানা গেছে।
-বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস