ঢাকা : চলচ্চিত্র নির্মাতাদের কাছে কে
কতো পারিশ্রমিক নিতে পারে এ নিয়েও চলে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে তুমুল
প্রতিযোগীতা।যে যতো পারিশ্রমিক লুফে নিতে পারবেন সে নাকি ততই সেরা।
তাহলে বলতেই হয় এই পারিশ্রমিক দৌড়ে বলিউড
অভিনেতা সালমান খান সব চেয়ে এগিয়ে। এ বছর সবচেয়ে বেশি পারিশ্রমিক হাকিয়েছেন
তিনিই। দাবাং খ্যাত সালমান প্রতি ছবির জন্য নিচ্ছেন ৬০ কোটি রুপি।
আমির খানও খুব বেশি পিছিয়ে নন। ধুম ধ্রিতে
অভিনয় করে তিনি পারিশ্রমিক নিযেছেন ৪৫ কোটি রুপি। আর অক্ষয় কুমারও
সম্প্রতি প্রতি ছবির জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৪৫ কোটি রুপি করে।
শাহরুখ খান ‘জাব তাক হ্যায় জান’ ছবিটি
করার জন্য নিয়েছেন ৩৫ কোটি রুপি। ১৫ কোটি রুপির ঘরেও আছেন কয়েক জন। সাইফ
আলী খান, কারিনা কাপুর, রনবীর কাপুর তার প্রতি ছবির জন্য পারিশ্রমিক
নিচ্ছেন ১৫ কোটি রুপি করে।। সূত্র: জি নিউজ।