Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Saturday, 23 November 2013

নিশীকন্যা

ritu-p.jpg

Hello today ডেস্ক : রাতে যে ফুল ফোটে, তার সৌরভে সবাই মুগ্ধ হয়। তবে তার কাছে কম মানুষই যায়। সেই রাতের ফুল সচরাচর কেউ বাড়িতেও আনেন না। তবে সেই ফুলের টানে সাপ আসে। তারা ফুল গাছের গোড়ায় বিষ ঢেলে চলে যায়। নীশিকন্যাদের ক্ষেত্রেও বিষয়টি শতভাগ সত্য। এবার সেই নীশিকন্যার চরিত্রে অভিনয় করছেন টালিগঞ্জের নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘রাতের রজনীগন্ধা’ শিরোনামের ছবিতে তাকে একাধিক পুরুষের সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে। বর্তমানে তিনি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘ছবিতে আমার চরিত্রটি যথেষ্ট চ্যালেঞ্জিং। তারপরও শতভাগ মনোযোগ দিয়ে অভিনয় করতে চেষ্টা করছি। আশা করি, আমার চরিত্রটি সবার ভালো লাগবে।’ ‘রাতের রজনীগন্ধা’ ছাড়াও বর্তমানে ঋতুপর্ণা সেনগুপ্ত কঙ্কন ভট্টাচার্যের ‘হার মানা হার’ ও হারানাথ চক্রবর্তীর ‘ছায়াময়’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।