বিনোদনবাংলা.কম ডেস্ক (১৫ আগষ্ট):
সম্প্রতি জানা গেছে, ২০১০ অর্থবছরে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া
অভিনেতার নামের তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছেন 'ইনসেপশন' তারকা
লিওনার্দো ডি ক্যাপ্রিও। ফোর্বস ম্যাগাজিনের এই তালিকায় লিওনার্দোর পরের
অবস্থানটিতে রয়েছেন 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান' তারকা জনি ডেপ। আর
সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী তারকা নির্বাচিত হয়েছেন যৌথভাবে সারাহ
জেসিকা পার্কার এবং অ্যাঞ্জেলিনা জোলি।
২০১০ অর্থবছরে লিওনার্দো আয় করেছেন
২০১০ অর্থবছরে লিওনার্দো আয় করেছেন
৭৭ মিলিয়ন ডলার। অন্যদিকে, জনি ডেপের আয়ের
পরিমাণ ৫০ মিলিয়ন ডলার। তালিকার ৩য়, ৪র্থ ও ৫ম অবস্থানে রয়েছেন যথাক্রমে
অ্যাডাম স্যান্ডলার, উইল স্মিথ এবং টম হ্যাংকস। তাদের আয়ের পরিমাণ যথাক্রমে
৪০, ৩৬ এবং ৩৫ মিলিয়ন ডলার।
এদিকে জানা গেছে, পুরুষ তারকাদের তুলনায় নারী তারকারা আয়ের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছেন।
৩০ মিলিয়ন ডলার আয় করে সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী তারকা নির্বাচিত হয়েছেন যৌথভাবে সারাহ জেসিকা পার্কার এবং অ্যাঞ্জেলিনা জোলি। এই হিসেবে লিওনার্দোর একার আয়ের পরিমাণই তাদের প্রত্যেকের পারিশ্রমিকের দ্বিগুণেরও বেশি।
এদিকে জানা গেছে, পুরুষ তারকাদের তুলনায় নারী তারকারা আয়ের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছেন।
৩০ মিলিয়ন ডলার আয় করে সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী তারকা নির্বাচিত হয়েছেন যৌথভাবে সারাহ জেসিকা পার্কার এবং অ্যাঞ্জেলিনা জোলি। এই হিসেবে লিওনার্দোর একার আয়ের পরিমাণই তাদের প্রত্যেকের পারিশ্রমিকের দ্বিগুণেরও বেশি।