Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Monday 18 November 2013

চীনে প্রেমিক ভাড়ার ধুম!


চীনে জমজমাট ব্যবসায় রূপ নিয়েছে প্রেমিক ভাড়া! সম্প্রতি দেশটির তরুণীরা তাদের উদ্বিগ্ন মা-বাবাকে সন্তুষ্ট করতে অনলাইন বাজার থেকে অর্থের বিনিময়ে প্রেমিক ভাড়া নিচ্ছেনভাড়ায় খাটা প্রেমিকরা একদিনের জন্য ছয় হাজার (৫০০ ইউয়ান) থেকে ৯৯ হাজার টাকা (৮ হাজার ইউয়ান) পর্যন্ত পেয়ে থাকেনইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছেচীনে ২৭ বছর বয়সেও যেসব তরুণী অবিবাহিত থাকেন, তাদের ভিন্ন চোখে দেখা হয়নানা প্রশ্নবাণে জর্জরিত হন তারা
এসব কারণে ২০ বছরের পর থেকেই মেয়েদের বিয়ের ব্যাপারে মা-বাবা চাপ দিতে থাকেনএ কারণে অবিবাহিত চীনা তরুণীদের মধ্যে বাড়ছে প্রেমিক ভাড়ার প্রবণতাভাড়ায় খাটা প্রেমিকরা বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেনযেমন তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, কথোপকথন, শপিং, বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ, মুভি দেখা ইত্যাদিএর মধ্যে কোনো কোনো সেবার জন্য তারা আলাদা ফিও দাবি করেনএদিকে এ ব্যবসা এগিয়ে নিতে অনলাইনভিত্তিক বেশ কিছু ওয়েবসাইটও এগিয়ে এসেছেএক্ষেত্রে প্রথমে পরস্পরের মধ্যে ছবি বিনিময় হয়পছন্দ হলে কাজ ও খরচের বিষয়ে চুক্তি হয়পরে দুজনে মিলে কাজের পরিকল্পনা করেন

চীনে প্রেমিক ভাড়ার ধুম!

নভেম্বর ১৭, ২০১৩ তে ৯:৪৩ পূর্বাহ্ন
নিউজবক্স ডেস্ক:
চীনে জমজমাট ব্যবসায় রূপ নিয়েছে প্রেমিক ভাড়া! সম্প্রতি দেশটির তরুণীরা তাদের উদ্বিগ্ন মা-বাবাকে সন্তুষ্ট করতে অনলাইন বাজার থেকে অর্থের বিনিময়ে প্রেমিক ভাড়া নিচ্ছেন। ভাড়ায় খাটা প্রেমিকরা একদিনের জন্য ছয় হাজার (৫০০ ইউয়ান) থেকে ৯৯ হাজার টাকা (৮ হাজার ইউয়ান) পর্যন্ত পেয়ে থাকেন। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চীনে ২৭ বছর বয়সেও যেসব তরুণী অবিবাহিত থাকেন, তাদের ভিন্ন চোখে দেখা হয়। নানা প্রশ্নবাণে জর্জরিত হন তারা। darliing
এসব কারণে ২০ বছরের পর থেকেই মেয়েদের বিয়ের ব্যাপারে মা-বাবা চাপ দিতে থাকেন। এ কারণে অবিবাহিত চীনা তরুণীদের মধ্যে বাড়ছে প্রেমিক ভাড়ার প্রবণতা। ভাড়ায় খাটা প্রেমিকরা বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন। যেমন তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, কথোপকথন, শপিং, বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ, মুভি দেখা ইত্যাদি। এর মধ্যে কোনো কোনো সেবার জন্য তারা আলাদা ফিও দাবি করেন। এদিকে এ ব্যবসা এগিয়ে নিতে অনলাইনভিত্তিক বেশ কিছু ওয়েবসাইটও এগিয়ে এসেছে। এক্ষেত্রে প্রথমে পরস্পরের মধ্যে ছবি বিনিময় হয়। পছন্দ হলে কাজ ও খরচের বিষয়ে চুক্তি হয়। পরে দুজনে মিলে কাজের পরিকল্পনা করেন।
- See more at: http://www.newsboxbd.com/?p=17269#sthash.bSXOhleG.dpuf