সাত মাস আগে জাতিসংঘ মহাসচিবের দূত হিসেবে এসে সংলাপের তাগিদ দিয়ে যাওয়া অস্কার ফার্নান্দেজ-তারানকো আবার বাংলাদেশ সফরে আসছেন।
গত মে মাসে যখন তিনি যখন এসেছিলেন, তখন নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের বিপরীত অবস্থান ছিল।
নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই দলের দূরত্ব বেড়ে রাজপথে সংঘাত-সহিংসতার মধ্যে এবার আসতে যাচ্ছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক এই সহকারী সেক্রেটারি জেনারেল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আগামী ৬ ডিসেম্বর ঢাকায় আসছেন তারানকো।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নেইল ওয়াকার বুধবার পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে দেখা করেন।
ওই বৈঠকে তারানকোর সফরের বিষয়ে আলোচনা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল তফসিল ঘোষণার পর ৬০ ঘণ্টা অবরোধ পালন করেছে, যাতে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৪ জন।
অন্যদিকে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘সর্বদলীয়’ সরকারের অধীনে নির্বাচনের পথে এগোচ্ছে ।
নির্দলীয় সরকার না হলে নির্বাচন বয়কট করে ভোট প্রতিহত করার হুমকি রয়েছে বিএনপির। এর ফলে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করছেন অনেকে।
এর মধ্যে সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের উদ্বেগ জানানোর পর পুনরায় আসতে যাচ্ছেন আর্জেন্টাইন কূটনীতিক তারানকো।
গত মে মাসে সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা
জিয়ার সঙ্গে আলোচনা করেন তারানকো, কথা বলেন অন্যদের সঙ্গেও। যাওয়ার
আগে তিনি দুই পক্ষকে সংলাপ দ্রুত শুরুর তাগিদ দিয়ে যান। সেই সঙ্গে বলেন,
এই সঙ্কটের সমাধান খোঁজার দায়িত্ব বাংলাদেশের রাজনীতিকদেরই।
ওই সফরে বান কি-মুনের দুটি চিঠি দুই নেত্রীর কাছে পৌঁছে দিয়েছিলেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল।
ফেরার আগে সংবাদ সম্মেলনে তারানকো বলেছিলেন, অর্থবহ ও গঠনমূলক রাজনৈতিক সংলাপের জরুরি প্রয়োজনের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের ‘গুরুত্বপূর্ণ বার্তা’ তিনি সব পক্ষের কাছে পৌঁছে দিয়েছেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই দলের দূরত্ব বেড়ে রাজপথে সংঘাত-সহিংসতার মধ্যে এবার আসতে যাচ্ছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক এই সহকারী সেক্রেটারি জেনারেল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আগামী ৬ ডিসেম্বর ঢাকায় আসছেন তারানকো।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নেইল ওয়াকার বুধবার পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে দেখা করেন।
ওই বৈঠকে তারানকোর সফরের বিষয়ে আলোচনা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল তফসিল ঘোষণার পর ৬০ ঘণ্টা অবরোধ পালন করেছে, যাতে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৪ জন।
অন্যদিকে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘সর্বদলীয়’ সরকারের অধীনে নির্বাচনের পথে এগোচ্ছে ।
নির্দলীয় সরকার না হলে নির্বাচন বয়কট করে ভোট প্রতিহত করার হুমকি রয়েছে বিএনপির। এর ফলে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করছেন অনেকে।
এর মধ্যে সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের উদ্বেগ জানানোর পর পুনরায় আসতে যাচ্ছেন আর্জেন্টাইন কূটনীতিক তারানকো।
ওই সফরে বান কি-মুনের দুটি চিঠি দুই নেত্রীর কাছে পৌঁছে দিয়েছিলেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল।
ফেরার আগে সংবাদ সম্মেলনে তারানকো বলেছিলেন, অর্থবহ ও গঠনমূলক রাজনৈতিক সংলাপের জরুরি প্রয়োজনের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের ‘গুরুত্বপূর্ণ বার্তা’ তিনি সব পক্ষের কাছে পৌঁছে দিয়েছেন।