Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Saturday 23 November 2013

দুই হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে ইসি জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি


নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৭ লাখ কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দেবেন।

দুই হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে ইসিদশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশনের কর্মকর্তাসহ সব ইউএনও এবং উপজেলা পর্যায়ের ২ হাজার ৩০০ কর্মকর্তাকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
 
প্রশিক্ষণপ্রাপ্ত এসব কর্মকর্তা পরে সারাদেশের উপজেলা পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৭ লাখ কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দেবেন। এ বিষয়ে শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সব নির্বাচনী অফিসে চিঠি পাঠাচ্ছে ইসি।
নির্বাচন কমিশনের ওই প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ১৩টি মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেবেন। ট্রেনিং অব ট্রেইনার্স (টট) প্রজেক্টের আওতায় এসব কর্মকর্তা ঢাকার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দু'দিন করে প্রশিক্ষণ গ্রহণ করবেন। ৩৫ জনের সমন্বয়ে গঠিত ৭৬টি ব্যাচে এসব কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্ত এসব কর্মকর্তা পরে উপজেলা পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। ওয়ার্কশপ ফর কোর ট্রেইনার্স এবং ট্রেনিং অব ট্রেইনার্স সম্পন্ন করার জন্য ১ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৮৮০ টাকা ব্যয় ধরা হয়েছে।
প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির অধীন ৪৮৭ জন ইউএনও ও ৫১ জন সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণ গ্রহণ করবেন। এ ছাড়া ৩৮৭ উপজেলা কৃষি কর্মকর্তা, ১৫৬ জন উপজেলা মৎস্য কর্মকর্তা, ১৯৭ জন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ২৬ জন ভেটেরিনারি সার্জন প্রশিক্ষণ গ্রহণ করবেন। ১৯৯ জন উপজেলা শিক্ষা কর্মকর্তা, ৪১ জন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, ২১৬ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ২৭ জন একাডেমিক সুপারভাইজার, ১৭০ জন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ৯৯ জন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ৮৮ জন উপজেলা প্রকৌশলী, ৫৮ জন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, ১০ জন উপজেলা সমবায় কর্মকর্তা, ১৫ জন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ৭ জন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, ৯ জন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, ১৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ৭ জন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করবেন। এ ছাড়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাট কর্মকর্তা, সহকারী অধ্যাপকসহ অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের অধীনে আরও ৩৭ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নেবেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য ৩৮ হাজার ভোটকেন্দ্রের ও প্রায় ২ লাখ ভোট কক্ষের প্রাথমিক তালিকা ইতিমধ্যে প্রস্তুত করেছে ইসি। এতে নিয়ম অনুযায়ী প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার এবং প্রতিটি ভোটকক্ষে একজন সহকারী প্রিসাইডিং অফিসার ও ২ জন পোলিং অফিসার দায়িত্বে নিয়োজিত থাকেন।
সচিবালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ৩৮ হাজার ভোটকেন্দ্রে ৩৮ হাজার প্রিসাইডিং অফিসার, ২ লাখ সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৪ লাখ পোলিং অফিসারসহ ৫ শতাংশ অতিরিক্ত ধরে মোট প্রায় ৭ লাখ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
 
জয়দেব দাশ@ Samakal