Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Monday 18 November 2013

আ'লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ হাজার শেখ হাসিনার সঙ্গে ২৪ নভেম্বর বৈঠকের পর প্রার্থী চূড়ান্ত


শেষ হলো আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রম। আগামী নির্বাচনে অংশ নিতে প্রায় তিন হাজার মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। এই মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আগামী ২৪ নভেম্বর বিকেল ৩টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন। বৈঠকের পরই দলীয় প্রার্থী চূড়ান্ত করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
গতকাল রোববার শেষ দিনে সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণ কার্যক্রম শুরু হয়। শেষ দিন হওয়ায় বিকেল ৫টার বদলে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফরম জমা নেওয়া হয়েছে। দিনভর বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
গতকাল মনোনয়ন ফরম জমা গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার আগেই বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সব মিলিয়ে ২ হাজার ৬০৮টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। অবশ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সেল থেকে গত কয়েক দিনের মনোনয়ন ফরম বিতরণের যে হিসাব পাওয়া গেছে, তাতে দেখা গেছে, প্রথম ছয় দিনে ২ হাজার ৭৪৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ফরম সংগ্রহের প্রথম দিন গত রোববার ৬৭৮টি, দ্বিতীয় দিন সোমবার ৪৭৬টি, তৃতীয় দিন মঙ্গলবার ৩২২টি, চতুর্থ দিন বুধবার ২৯৩টি, পঞ্চম দিন ৪৬৪টি ও ষষ্ঠ দিন ৫১০টি মনোনয়ন ফরম বিক্রি হয়। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস জানান, গতকাল রোববার শেষ দিনে ২১৬টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। শেষ দিনের এই হিসাব মিলিয়ে দেখা যায়, সাত দিনে মোট মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৯৫৮।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শেষ দিন সবচেয়ে বেশি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থীরা। এই বিভাগে ৮৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৪১, খুলনায় ২৬, বরিশাল ও রাজশাহীতে ২২, রংপুরে ১৪ এবং সিলেট বিভাগে ৭ জন ফরম সংগ্রহ করেছেন।
যারা ফরম কিনলেন :এদিন উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ফরম সংগ্রহ করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন চট্টগ্রাম-১০, সিমিন হোসেন রিমি গাজীপুর-৩, শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২, জিন্নাতুন নেছা তালুকদার রাজশাহী-৪।
গতকাল উল্লেখযোগ্যদের মধ্যে ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, কেএম সফিউল্লাহ বীরউত্তম, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বদর উদ্দিন আহমদ কামরান, গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক। এ ছাড়াও মনোনয়ন ফরম জমা দিয়েছেন বরিশাল-২ আসনে তালুকদার মো. ইউনূস, শাহে আলম, সুখেন্দু কুমার বৈদ্য, গোলাম ফারুক ও সুজন হালদার; ময়মনসিংহ-৪ ডা. এমএ আজিজ, ময়মনসিংহ-১১ গোলাম মোস্তফা ও মনিরা সুলতানা; ঢাকা-১ মোয়াজ্জেম হোসেন, ঢাকা-৮ আওলাদ হোসেন, ঢাকা-১৪ সাবিনা আখতার তুহিন, ঢাকা-১৫ এম সাইফুল্লাহ সাইফুল প্রমুখ। ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় ও ফুটবলার আরিফ খান জয় গতকাল মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এ ছাড়া শেষ দিন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ঢাকা-৭ আসনে হুমায়ূন কবির, গাজীপুর-১ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ রুহুন্নেছা রুনা,

জামালপুর-৪ ফজলুল হক, টাঙ্গাইল-৪ আবু নাসের, টাঙ্গাইল-৫ আনিসুল মান্নান শাহেদ, টাঙ্গাইল-৬ জাকিরুল ইসলাম প্রমুখ।
চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম-২ আসনে সানজিদা আরেফিন, চট্টগ্রাম-৮ জোবায়ের নাসরীন, চাঁদপুর-২ রুহুল আমিন, সৈয়দ এহছানুল হক, কক্সবাজার-১ গিয়াসউদ্দিন চৌধুরী, কক্সবাজার-৩ নুরুল আক্কাস, নোয়াখালী-১ খন্দকার রুহুল আমিন, নোয়াখালী-৩ ছাইয়েদুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ আরিফুল ইসলাম ভূঁইয়া, শাহাদাত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ সাঈদ আহমেদ বাবু, লক্ষ্মীপুর-৩ সোয়েব হোসেন ফারুক প্রমুখ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সিলেট বিভাগে হবিগঞ্জ-১ আসনে ইকবাল হোসেন খান, হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরীফ, মৌলভীবাজার-২ অধ্যাপক রফিকুর রহমান, সুনামগঞ্জ-২ শামছুল হক চৌধুরী, সুনামগঞ্জ-৫ মহিবুর রহমান মানিক প্রমুখ মনোনয়ন ফরম কিনেছেন।
রাজশাহী বিভাগে রাজশাহী-৩ আসনে সুলতান আলী সরকার, রাজশাহী-৪ জিন্নাতুন নেছা তালুকদার, রাজশাহী-৫ একেএম মনিরুল ইসলাম, বগুড়া-১ ড. সিদ্দিকুর রহমান, বগুড়া-২ রফিকুল ইসলাম, বগুড়া-৪ আজিজুর রহমান, বগুড়া-৭ একেএম আবদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ একে আজমল হক, নাটোর-১ ইসহাক আলী, নাটোর-২ আসাদুজ্জামান আসাদ, পাবনা-২ আবুল কাশেম, জয়পুরহাট-১ জাকির হোসেন, সিরাজগঞ্জ-২ সাইদুল ইসলাম খান পল, সিরাজগঞ্জ-৩ মোজাফফর হোসেন, নওগাঁ-৩ আকরাম হোসেন চৌধুরী প্রমুখ মনোনয়নপত্র নিয়েছেন।
রংপুর বিভাগে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গাইবান্ধা-২ আবুল খায়ের, গাইবান্ধা-৩ ড. মোসাম্মৎ সেলিনা, কুড়িগ্রাম-১ আসমা জাহান, কুড়িগ্রাম-৩ সরকার মো. ফুয়াদ হাসান প্রমুখ।
খুলনা বিভাগে মাগুরা-২ আসনে শফিকুল ইসলাম, কুষ্টিয়া-১ রফিকুল ইসলাম, ঝিনাইদহ-৩ রেজাউল করিম রিটন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বরিশাল বিভাগে বরিশাল-২ আসনে শাহে আলম, মোশারফ হোসেন রাজা, একে ফাইজুল হক রাজু, ফায়জা বিনতে ওহাব, বরিশাল-৫ প্রকৌশলী নজরুল ইসলাম নোমান, বরিশাল-৬ প্রকৌশলী মঞ্জুরুল হক মঞ্জু ফরম সংগ্রহ করেছেন।
সংশোধনী :রাজশাহী-৬ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন শাহরিয়ার আলম এমপি। ভুলবশত গত শনিবার সমকালে রাজশাহী-৪ আসন থেকে শাহরিয়ার আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছাপা হয়েছিল।
@samakal