Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Monday 18 November 2013

যৌনতা-অশ্লীলতায় ভরা রাম-লীলা


PDF Print
মুক্তি পেয়েছে যৌনতা-অশ্লীলতার ভরা বহুল আলোচিত ছবি রাম-লীলা। প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে বাজিমাত করেছে। ছবিটি মুক্তি পাওয়ার পর দিল্লির পাশাপাশি ইন্দোর, রাজকোট, জলন্ধরসহ আরও কয়েকটি রাজ্যে বিক্ষোভের ঝড় উঠলেও প্রথম দিনেই দারুণ ব্যবসা করেছে। ৩৫ কোটি রুপি বাজেটের এ ছবিটি মাত্র এক দিনেই আয় করেছে ১৮ কোটি ৫৫ লাখ রুপি।
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অভিনীত ছবিটি মুক্তি দেয়ায় দিল্লির একটি প্রেক্ষাগৃহের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে একদল মানুষ। তারা ছবিটির বিরুদ্ধে স্লোগান দেয়ার পাশাপাশি এর শিরোনাম পরিবর্তনের দাবি তোলে।

একপর্যায়ে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ভারত ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে রাম-লীলা ছবিটির মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ তোলে প্রভু সমাজ ধার্মিক রাম-লীলা কমিটি। ছবিটির বিরুদ্ধে যৌনতা, সহিংসতা ও অশ্লীলতার অভিযোগও তোলা হয়।
এসব অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর মঙ্গলবার রাম-লীলা ছবির পরিচালক সঞ্জয় লীলা বানশালী এবং পরিবেশক সংস্থা ইরোস ইন্টারন্যাশনালকে ছবিটি মুক্তি দেওয়া থেকে বিরত থাকতে বলেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ছবির শিরোনাম ‘রাম-লীলা’ হলেও হিন্দু দেবতা রামের জীবনের সঙ্গে ছবির গল্পের কোনো মিল নেই। এতে করে দর্শকেরা বিভ্রান্ত হবেন। ছবিটির নাম পরিবর্তনেরও আবেদন করা হয়েছিল।    
শেক্সপিয়ারের ‘রোমিও এন্ড জুলিয়েট’ অবলম্বনে নির্মিত ‘গোলিও কি রসলীলা: রাম-লীলা’ ছবিটি তৈরি করেছেন সঞ্জয় লীলা বানশালী। এতে রাম ও লীলা চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা। ছবিটিতে আরও অভিনয় করেছেন রিচা চাদ্ধা, সুপ্রিয়া পাঠক, গুলশান দেবিয়া প্রমুখ। অবশ্য ছবিটির মুক্তির ওপর গত সপ্তাহে নিষেধাজ্ঞা জারি করেছিলেন দিল্লির একটি আদালত।
তবে শেষ পর্যন্ত রাম-লীলার পরিবর্তে ‘গোলিও কি রসলীলা: রাম-লীলা’ শিরোনামে নির্ধারিত তারিখ ১৫ নভেম্বরেই মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু মুক্তির পরপরই ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভের ঝড় উঠেছে।
এরই মধ্যে দুইবার ছবির শিরোনামে পরিবর্তন আনার পাশাপাশি ছবির সংলাপে ব্যবহূত উসকানিমূলক কয়েকটি শব্দও পরিবর্তন করবেন বলে কথা দিয়েছেন সঞ্জয় লীলা। ক্ষত্রিয় সম্প্রদায়ের দাবির মুখে গত শুক্রবার রাজকোটে তিনি এই অঙ্গীকার করেন। সব মিলিয়ে ছবিটি নিয়ে বেশ বিপাকের মধ্যেই পড়ে গেছেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বানশালী।
পক্ষান্তরে ইন্দোরে হল মালিকদের ছবিটি প্রদর্শন করতে দেননি বজরং দলের সদস্যরা। তাদের দাবি, বিতর্কিত বিষয়বস্তুর পাশাপাশি ছবিটির মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে। এছাড়া জলন্ধরে ছবিটির পোস্টার পুড়িয়েছে বিক্ষোভকারীরা। ছবিটির একটি গান নিয়ে আপত্তি তুলে দর্শকদের প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে যেতেও বলা হয়েছে।

ডেস্ক,নিউজ এজেন্সি টোয়েন্টিফোর,ঢাকা-