এবার আরশাদ ওয়ারসির
বিপরীতে হুমা কুরেশিকে দর্শকরা ‘ইশকিয়া-২’ ছবিতে দেখতে পাবেন। বিদ্যার
চেয়েও রগরগে দৃশ্যে হুমাকে এ ছবিতে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক।
ইতিমধ্যে ছবিটির কাজ অনেকটা শেষ করেছেন তিনি।
এদিকে
এ ছবির গুরুত্বপূর্ণ আরও দুটি চরিত্রে কাজ করবেন নাসিরুদ্দিন শাহ ও মাধুরী
দীক্ষিত। জানা গেছে, তারা দু’জনও বেশ কিছু রোমান্টিক দৃশ্যে ক্যামেরাবন্দি
হবেন। এছাড়া বিদ্যার চেয়েও দীর্ঘ একটি চুমোদৃশ্যে এ ছবিতে ক্যামেরাবন্দি
হতে দেখা যাবে হুমা কুরেশি ও আরশাদকে।
শুধু তাই নয়, বিছানার একাধিক দৃশ্যে কাজ করবেন হুমা। তবে এ ধরনের দৃশ্যে কাজ করার ক্ষেত্রে কোন অস্বস্তি নেই এ অভিনেত্রীর।
এ বিষয়ে হুমা কুরেশি বলেন, চলচ্চিত্রে কাজ করতে গিয়ে চরিত্রের প্রয়োজনে যে
কোন কিছুই করতে হতে পারে। এটাকে আমি খুব বড় ব্যাপার বলে মনে করি না। বরং
‘ইশকিয়া-২’ ছবিতে অনেক মনোযোগ সহকারে কাজ করছি।
আরশাদের সঙ্গে
ঘনিষ্ঠ হতেও ভালই লাগছে। এ ধরনের দৃশ্যে কাজ করতে আমার অস্বস্তি একদমই নেই।
প্রসঙ্গত ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবিতে কাজ করে গত বছর ব্যাপক আলোচনায় আসেন
হুমা।
নিউজ এজেন্সি টোয়েন্টিফোর ডেস্ক |