Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Monday 18 November 2013

'সর্বদলীয় সরকারে থাকছেন যারা'

মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, সোমবার বিকেল ৩টায় 'সর্বদলীয়' সরকারের কয়েকজন নতুন মন্ত্রী শপথ নেবেন।
সমকাল প্রতিবেদক
'সর্বদলীয় সরকারে থাকছেন যারা'দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন 'সর্বদলীয়' সরকারের নতুন মন্ত্রীরা শপথ নেবেন সোমবার।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, সোমবার বিকেল ৩টায় 'সর্বদলীয়' সরকারের কয়েকজন নতুন মন্ত্রী শপথ নেবেন।
জানা গেছে, এ মন্ত্রিসভায় নতুন ১০ জন সদস্য অন্তর্ভুক্ত হচ্ছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের দু'জন, জাতীয় পার্টির ছয়জন, জাসদের একজন এবং ওয়ার্কার্স পার্টির একজন থাকছেন।
বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে অনেকেই 'সর্বদলীয়' সরকারে থাকছেন। অবশ্য তাদের শপথ নেওয়ার প্রয়োজন হবে না।
নতুন ১০ মন্ত্রীর মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের দুই সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ থাকছেন। তাদের শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। বর্ষীয়ান এ দুই নেতা বর্তমান সরকারের শুরুর দিকে মন্ত্রিসভার সদস্য ছিলেন না। এর মধ্যে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হলেও তোফায়েল আহমেদ তা প্রত্যাখ্যান করেছিলেন।
নতুনদের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির ছয় নেতা থাকছেন। তারা হলেন- দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমীন হাওলাদার, জিয়াউদ্দিন বাবলু, অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম।
১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদলও থাকছেন এ সরকারে।
 
পুরনোদের মধ্যে যারা থাকছেন
বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বেশ কয়েকজন 'সর্বদলীয়' সরকারে থাকছেন। তাদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বিমানমন্ত্রী জি এম কাদের, জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক শিল্পমন্ত্রী দিলীপ বড়ূয়া থাকতে পারেন।
 
এই হিসাব অনুযায়ী, জাতীয় পার্টির সাতজন, জাসদের দু'জন এবং সাম্যবাদী দলের একজন শীর্ষ নেতা 'সর্বদলীয়' সরকারে থাকছেন।
'সর্বদলীয়' সরকারের মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট সদস্য থাকতে পারেন। তারা হলেন দিলীপ বড়ূয়া, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও জিয়াউদ্দিন বাবলু।
এছাড়া বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে থাকতে পারেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর প্রমুখ।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরো বলেছেন, 'সর্বদলীয়' সরকারের কাঠামো আকারে ছোট হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।