শাসনতন্ত্র অথবা সংবিধান প্রণয়নে বিলম্বকে পাকিস্তান রাষ্ট্রের অন্যতম প্রধান ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। বাংলাদেশ রাষ্ট্রকে ওই ব্যর্থতা গ্রাস করেনি। মহান মুক্তিযুদ্ধের এক বছরের মধ্যেই আমরা সংবিধান প্রণয়ন করতে পেরেছিলাম। ৩০ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা পাই এ দলিল। যদিও তা বদলে ফেলতে সময় নেয়নি বাঙালি জাতি। স্বাধীনতার চার বছরের মধ্যেই সংবিধানের খোলনলচে পুরো বদলে ফেলা হয়। এতে নেতৃত্ব দেন স্বয়ং জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এ দলিল নিয়ে পরে অবশ্য অনেক রক্তক্ষয় হয়। রাজনীতির মাঠে স্বাধীন বাংলাদেশে যত প্রাণ গেছে তার বেশির ভাগই গেছে সংবিধান নিয়ে সংঘাতে। বাংলাদেশ রাষ্ট্রে এখন যে সংঘাত চলছে তারও মূলে সংবিধান থেকে চুল নড়া, না নড়া নিয়ে। সংবিধান লঙ্ঘনের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধানের কথা পবিত্র সংবিধানে বলা হয়েছে। কিন্তু সংবিধানের সঙ্গে মশকরার শাস্তি কি- তা আমাদের এ মহান গ্রন্থে বলা নেই।
Boxed Style
আইফোন জিতে ক্লিক করুন
Wednesday, 13 November 2013
জাতীয় মশকরা
শাসনতন্ত্র অথবা সংবিধান প্রণয়নে বিলম্বকে পাকিস্তান রাষ্ট্রের অন্যতম প্রধান ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। বাংলাদেশ রাষ্ট্রকে ওই ব্যর্থতা গ্রাস করেনি। মহান মুক্তিযুদ্ধের এক বছরের মধ্যেই আমরা সংবিধান প্রণয়ন করতে পেরেছিলাম। ৩০ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা পাই এ দলিল। যদিও তা বদলে ফেলতে সময় নেয়নি বাঙালি জাতি। স্বাধীনতার চার বছরের মধ্যেই সংবিধানের খোলনলচে পুরো বদলে ফেলা হয়। এতে নেতৃত্ব দেন স্বয়ং জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এ দলিল নিয়ে পরে অবশ্য অনেক রক্তক্ষয় হয়। রাজনীতির মাঠে স্বাধীন বাংলাদেশে যত প্রাণ গেছে তার বেশির ভাগই গেছে সংবিধান নিয়ে সংঘাতে। বাংলাদেশ রাষ্ট্রে এখন যে সংঘাত চলছে তারও মূলে সংবিধান থেকে চুল নড়া, না নড়া নিয়ে। সংবিধান লঙ্ঘনের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধানের কথা পবিত্র সংবিধানে বলা হয়েছে। কিন্তু সংবিধানের সঙ্গে মশকরার শাস্তি কি- তা আমাদের এ মহান গ্রন্থে বলা নেই।