স্টাফ রিপোর্টার,@Manab Zamin ‘গেইম’ এবং ‘অন্তরে অন্তরে’র পর তিন নম্বর ছবিতে
চুক্তিবদ্ধ হয়েছেন সম্ভাবনাময়ী নায়িকা অমৃতা খান। ছবির নাম ‘দেহ’। পরিচালক
রেজাউর রহমান সবুজ। কাজী ইমদাদুল হক সবুজ নিবেদিত ছবির কাহিনী গড়ে উঠেছে
বাগেরহাটের একটি সত্য ঘটনা অবলম্বনে। ছবিতে অমৃতা খানের বিপরীতে অভিনয়
করবেন কলকাতার একজন নায়ক। সেটি এখনও চূড়ান্ত হয়নি। প্রেম এবং অ্যাকশনকে
প্রাধান্য দিয়ে ‘দেহ’ ছবিটি নির্মিত হবে। অমৃতা খান বর্তমানে দুটি ছবির কাজ
নিয়ে ব্যস্ত। একটি হচ্ছে রয়েল অনিক পরিচালিত ‘গেইম’ এবং আতিক রহমান
পরিচালিত ‘অন্তরে অন্তরে’। দুটি ছবিতেই তার নায়ক নীরব। এর মধ্যে ‘অন্তরে
অন্তরে’ নির্মিত হচ্ছে নব্বই দশকের সুপার ডুপারহিট ছবি শিবলী সাদিক
পরিচালিত সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘অন্তরে অন্তরে’র রিমেক হিসেবে। অমৃতা
খান বলেন, আমি ভাল ভাল ছবিতে কাজ করতে চাই। বিশেষ করে দর্শক যে ধরনের ছবি
দেখতে পছন্দ করে সেই ধরনের ছবি।
তিনি বলেন, সুযোগ পাচ্ছি, চেষ্টা করছি
কাজে লাগাতে। বিশ্বাস, আমি আমার মেধা ও যোগ্যতা দিয়ে চলচ্চিত্রে একটা স্থান
তৈরি করে নিতে পারবো।