Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Wednesday 6 November 2013

৩০৮৭৫ প্রশ্নের জবাব দিয়েছেন মন্ত্রীরা

 
বর্তমান সংসদে সরকারের মন্ত্রীরা সাংসদদের মোট ৩০ হাজার ৮৭৫টি প্রশ্নের জবাব দিয়েছেন। আজ মঙ্গলবার সংসদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ এ তথ্য জানান।
এর আগে সন্ধ্যা ছয়টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
নুরুল ইসলামের (সুজন) প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমান সংসদে গত ২৮ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী মোট ৭৫২টি প্রশ্নের জবাব দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা ২২ হাজার ৪৩৬টি তারকা চিহ্নিত এবং আট হাজার ৪৩৯টি লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন। ৭১বিধিতে আলোচিত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের সংখ্যা ২৮৭টি।
তবে মন্ত্রীরা কতটি প্রশ্ন স্থানান্তর বা কতটি প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন, সে সম্পর্কে মন্ত্রী কোনো তথ্য দেননি। একই বিষয়ে প্রশ্নকর্তাও প্রশ্ন করেননি।
মন্ত্রী আরও জানান, একই সময়ে সংসদে মোট ৪১০ কার্যদিবস অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এই সময়ে ২৫৩টি বিল পাস হয়েছে। বেসরকারি বিল পাস হয়েছে তিনটি। গৃহীত সিদ্ধান্ত প্রস্তাবের সংখ্যা পাঁচটি।
বেনজির আহমদের প্রশ্নের জবাবে সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের দীর্ঘদিন শূন্য থাকা পদে তিন লাখ ৮৬ হাজার ৭২ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বর্তমান সরকারের মেয়াদে একজন সচিব, দুজন অতিরিক্ত সচিব এবং দুজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।