Monday, 24 February 2014

মমতা প্রধানমন্ত্রী হলে আমাকে দেশছাড়া করবেন: তসলিমা

রোববার টুইটারে তিনি বলেন, "মমতা প্রধানমন্ত্রী হলে আমাকে দেশছাড়া করবেন।"
সমকাল ডেস্ক
মমতা প্রধানমন্ত্রী হলে আমাকে দেশছাড়া করবেন: তসলিমাপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের বিষোদ্গার করেছেন বাংলাদেশের বিতর্কিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন।
রোববার টুইটারে তিনি বলেন, "মমতা প্রধানমন্ত্রী হলে আমাকে দেশছাড়া করবেন।"
সামাজিক যোগাযোগের সাইট টুইটারে তসলিমা নাসরিন মমতার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "তার বই প্রকাশ এবং তার লেখা নিয়ে মেগা সিরিয়ালের প্রচার মুখ্যমন্ত্রী নিষিদ্ধ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর রোষানলে পড়ার ভয়েই পশ্চিমবঙ্গের প্রকাশক-সম্পাদকরা এখন তার লেখা ছাপতে ভয় পান।"
অভিযোগে তসলিমা নাসরিন বলেন, "পশ্চিমবঙ্গে আমার লেখা ছাপা হয় না। কোনো সম্পাদক, প্রকাশক আমার লেখা ছাপতে ভয় পান। কারণ, আমার বই ছাপলে মুখ্যমন্ত্রী তাদের জীবন অতিষ্ঠ করে দেবেন। উনি আমার বই প্রকাশ ও আমার লেখা নিয়ে মেগা সিরিয়াল নিষিদ্ধ করে দিয়েছেন।"
কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পছন্দ করেন না, তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন টুইটারে।
তার কথায় মুসলিমরা তাকে ঘৃণা করে না, কিছু ধর্মান্ধ মানুষ তাকে ঘৃণা করে। নিজের সংখ্যালঘু ভোটব্যাংককে অটুট রাখতেই মুখ্যমন্তী তাকে অপছন্দ করেন বলে তসলিমার অভিযোগ।
পলাতক ২ জঙ্গির দাম ১০ লাখ
পলাতক ২ জঙ্গির দাম ১০ লাখ
শীর্ষ নিউজ ডটকম, ঢাকা : নিষিদ্ধ জঙ্গি সংঘঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর ছিনতাই হওয়া অপর দুই আসামির দাম পাঁচ লাখ করে দশ লাখ টাকা।

পুলিশের পক্ষ থেকে পূর্বে জেএমবি সদস্য সালাউদ্দীন ওরফে সালেহিন, জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান আসামীকে ধরিয়ে দিতে পারলে ২ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করা হয়। আজ তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দুইজনে সন্ধানদাতাকে ১০ লাখ টাকা দেয়ার কথা ঘোষণা করেছে পুলিশ।

সোমবার দুপুর ১টায় পুলিশ হেড কোয়ার্টারের এআইজি (মিডিয়া) মোহাম্মাদ জালাল উদ্দিন চৌধুরী এ কথা জানান।

তিনি আরোও জানান, ছিনিয়ে নেয়া পলাতক ২ আসামিকে ধরতে ময়মনসিংহসহ আশেপাশে বিভিন্ন জেলা এবং দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে বিমানবন্দর এবং সীমান্তে সর্তক পাহারার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, রোববার প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেওয়ার পথে জেএমবি সদস্য সালাউদ্দীন ওরফে সালেহিন, জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান ও রাকিব হাসানকে ছিনিয়ে নিয়েছিলো জেএমবির একটি সংঘবদ্ধ দল।

ছিনতাইয়ের পরে রোববার বিকালে রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে গ্রেফতার হওয়া রাকিবকে নিয়ে সোমবার ভোররাতে অন্যান্যদের ধরতে উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। কিন্তু এ অভিযানে পুলিশের কথিত বন্দুকযুদ্ধ নিহত হয় রাকিব।

ছিনতাইয়ের সময় জঙ্গী হামলায় গাজীপুর জেলা পুলিশ সদস্য আতিকুল ইসলাম নিহত হয়। আহত হয় সাব ইন্সপেক্টর (এসআই) হাবিবুর রহমান ও কনস্টেবল সোহেল। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
- See more at: http://www.sheershanews.com/2014/02/24/27066#sthash.KVh2yl2j.dpuf

Saturday, 22 February 2014

ফেসবুকে ক্ষমা চাইলেন সাকিব

শুক্রবার দিবাগত রাতে সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে ক্ষমা চান।
অনলাইন ডেস্ক
ফেসবুকে ক্ষমা চাইলেন সাকিব
সাকিবের স্ট্যাটাসের স্ক্রিন শর্ট।
শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে টেলিভিশন ক্যামেরার সামনে অশোভন আচরণ করায় সবার কাছে ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসান।
শুক্রবার দিবাগত রাতে সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে লিখেছেন, "আমার এবং আমাদের প্রিয় ক্রিকেট দলের সমর্থকরা, গতকালের ম্যাচে আমার আচরণের জন্য আমি ভীষণ দুঃখিত। হঠাৎ আউট হয়ে যাওয়ায় আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। আমি আবেগ সামলাতে পারিনি। অনেকে আমাকে আদর্শ মনে করেন। ফলে এভাবে প্রতিক্রিয়া প্রকাশ না করাই উচিত ছিল। বিসিবি, সতীর্থ, সমর্থক এবং সকল বাংলাদেশির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে ভবিষ্যতে এমনটা না হয়। টাইগাররা এগিয়ে যাও!—সাকিব আল হাসান"
শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে সাকিবের ওই আশোভন আচরণের পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটারে সাকিবের এ ঘটনার ভিডিও ফুটেজ শেয়ার হচ্ছে একের পর এক। সমালোচনামুখর হয়ে পড়েছেন মানুষ।
 
তার ওই কদর্যভঙ্গি এতটাই স্পর্শকাতর ছিল যে, দেশ এবং দেশের বাইরে কোটি কোটি ক্রিকেটভক্তকে তা আঘাত করে। বাইশ গজে কীর্তি তার যতই ঐশ্বর্যভরা থাকুক, বিশ্বক্রিকেট তাকে যতই 'আদর্শ দূত' ঘোষণা করুক, সাকিবের ওই আচরণ বরদাশত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই সিরিজের মাঝেই শুক্রবার  সন্ধ্যায় তাকে শুনানিতে ডেকে তিন ম্যাচ সাসপেন্ড আর তিন লাখ টাকা জরিমানা করে বিসিবির ক্রিকেট পরিচালনা পর্ষদ। শুনানিতে সাকিব পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
দেশীয় ক্রিকেটে এমন ঘটনা এটাই প্রথম। এর আগে কোনো ক্রিকেটারকেই শৃঙ্খলাভঙ্গের কারণে একসঙ্গে এত ম্যাচ এবং এত টাকা জরিমানা করা হয়নি। যদিও সাকিবের ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়ায় সন্তুষ্ট সাবেক ক্রিকেটাররা। তারা মনে করেন, ক্রিকেটকে লজ্জায় ফেলানো যে-ই হোক না কেন, তাকে শাস্তি পেতেই হবে।
 

'সহিংসতার মধ্যেও ৩৩ কোটি বই বিতরণ'

শনিবার নীলফামারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের শহীদ মিনার উদ্বোধন করে এ কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
নীলফামারী সংবাদদাতা
'সহিংসতার মধ্যেও ৩৩ কোটি বই বিতরণ'
কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আসাদুজ্জামান নূর। ছবি- সমকাল
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিরোধী জোটের সহিংস কর্মসূচির মধ্যেও বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে ৩৩ কোটি বই বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে নীলফামারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে সদ্যনির্মিত শহীদ মিনার উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
নূর বলেন, "বিরোধী জোটের হরতাল-অবরোধ, জ্বালাও পোড়া, সরকারি প্রতিষ্ঠান, স্থাপনা ধ্বংস এবং সাধারণ মানুষ আর পুলিশ হত্যার মধ্যেও সরকার বইগুলি পৌঁছে দিয়েছে।"
বিনামূল্যে এত পরিমাণ বই বিতরণ বিশ্বের কোথাও নজির না থাকলেও সেটি করেছেন জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেও মন্তব্য করেন তিনি।
 
কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জিএম ফয়েজ উদ্দিন, কলেজের অধ্যক্ষ অরবিন্দ কুমার বর্ধণ বক্তব্য রাখেন।
পরে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আসাদুজ্জামান নূর।
অধ্যক্ষ অরবিন্দ কুমার বর্ধণ জানান, কলেজের নিজস্ব তহবিল  থেকে নির্মিত শহীদ মিনারটির স্থপতি ছিলেন রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগের একেএম শাহজাহান।
এরআগে সকাল ১১টার দিকে নীলফামারী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি থেকে সালাম গ্রহণ করেন আসাদুজ্জামান নূর।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জাকির হোসেন বক্তব্য রাখেন।

সোনালী ব্যাংকের ২ কোটি টাকা চুরি করেছে হ্যাকাররা

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৪র উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।
বিশেষ প্রতিনিধি
সোনালী ব্যাংকের ২ কোটি টাকা চুরি করেছে হ্যাকাররাগত বছরের মাঝামাঝি সময়ে রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকের আড়াই লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা) হ্যাকাররা চুরি করেছে।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৪’র উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম।
 
সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে টাকা লুটের সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, "নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা ঘটছে।"
তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার সংযোজন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দেন।
ব্যাংকের এক ব্যবস্থাপক সমকালকে জানান, গত বছরের মাঝামাঝি সময়ে সোনালী ব্যাংকের স্থানীয় একটি শাখা থেকে হ্যাকাররা সুইফটের (টাকা স্থানান্তর পদ্ধতি) পাসওয়ার্ড চুরি করে আড়াই লাখ টাকা নিজেদের একাউন্টে নিয়ে নেয়। ওই টাকা হ্যাকাররা লন্ডনের একটি ব্যাংকের একাউন্টে নিয়ে যায়। সেখান থেকে ওই টাকা স্থানান্তর করা হয় তুরস্কে। চুরি হওয়া টাকা এখনো উদ্ধার করতে পারেনি সোনালী ব্যাংক। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

Friday, 21 February 2014

জার্মানিতে পতিতাবৃত্তি বৈধ

জার্মানিতে পতিতাবৃত্তির বিরোধিতা পতিতাবৃত্তি আইন পুনর্বিবেচনা

পতিতাবৃত্তি আইন পুনর্বিবেচনা করার পরিকল্পনা করছে জার্মানির ভবিষ্যত সরকার৷ রক্ষণশীল এবং সামাজিক গণতন্ত্রকামী যে দুটো দলের সমন্বয়ে জোট সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে তারাই আইনটি পুনর্বিবেচনার পক্ষে৷

বৈধ পেশা

জার্মানিতে পতিতাবৃত্তি বৈধ৷ ২০০২ সালে সামাজিক গণতন্ত্রী এসপিডি এবং গ্রিন পার্টি জার্মানিতে পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে একটি আইন পাস করে৷ এরপর থেকে এটি একটি বৈধ ব্যবসায় পরিণত হয়েছে৷ যৌনকর্মীরা চাইলেই সামাজিক বিমা পেতে পারে এবং কোনো খদ্দের অর্থ না দিলে আদালতের দারস্থ হতে পারে৷

কোটি কোটি টাকার লেনদেন

জার্মান কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, জার্মানিতে কেবল পতিতাবৃত্তিতেই লেনদেন হয় ১৫শ কোটি ইউরো৷ তবে ঠিক কত নারী এই পেশায় জড়িত তা নির্দিষ্ট করে বলা না গেলেও ধারণা করা হয় অন্তত ৪ লাখ নারী এ পেশায় জড়িত৷

অর্ধেক অভিবাসী

প্রায় চার লাখ যৌনকর্মীর অর্ধেকই এসেছে বিভিন্ন দেশ থেকে৷ অর্থাৎ জার্মানিতে তারা অভিবাসী৷ অনেককে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়েছে৷ এখন তারা আর চাইলেও সেখান থেকে বের হতে পারছে না৷ আবার কেউ রয়েছেন যারা কেবল অর্থ রোজগারের আশায় এই পথ বেছে নিয়েছেন৷

নিবন্ধিত না হওয়া

যৌনকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বেশিরভাগই নিবন্ধিত নন এবং তাদের কোনো তথ্য সরকারের কাছে নেই৷ কেন্দ্রীয় পেশাজীবী সংস্থা বলছে, শতকরা মাত্র ৪৪ জন যৌনকর্মী সামাজিক বিমা করেছেন৷নিষেধাজ্ঞা আরোপের দাবি

নারী অধিকার কর্মীরা বলছেন, বেশিরভাগ নারীই নিজের ইচ্ছায় এই পেশায় আসেন না৷ ইউরোপের পূর্বাঞ্চল থেকে অনেক নারীদের জোর করে এই ব্যবসায় নামানো হয়৷ তারা এটাকে আধুনিক দাসপ্রথা হিসেবে উল্লেখ করে এই পেশায় নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন৷ সেইসাথে আইনটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা৷

ফ্রান্সের পতিতাবৃত্তি

ফ্রান্সে গত কয়েক দশক ধরেই যৌন পল্লি এবং যৌন ব্যবসা দুটোই নিষিদ্ধ করা হয়েছে৷ খদ্দেরদের হাতেনাতে ধরতে পারলে ১,৫০০ ইউরো জরিমানা ধার্য করে আইন করেছে সরকার৷ সমালোচকরা বলছেন, এর অর্থ নারীরা খদ্দেরদের সেবা দিতে প্রস্তুত, কিন্তু খদ্দেররা তা নিতে পারবে না৷ তাই বিলটি নিয়ে বেশ বিতর্ক চলছে৷

সুইডেনের আইনে ফ্রান্স

ফ্রান্স এই আইন করেছে মূলত সুইডেনের আইন পর্যালোচনা করে৷ সেখানে ১৯৯৯ সাল থেকে যৌন ব্যবসার খদ্দেরদের শাস্তির আওতায় আনা হয়৷ সেসময় সুইডেনে পতিতাবৃত্তির বৈধতা দেয়া হয়৷ তবে এর ফলে এইসব পতিতাদের উপর নির্যাতন ও ধর্ষণের সংখ্যা অনেক বেড়ে গেছে বলে জার্মান পত্রিকা ডের স্পিগেলকে জানিয়েছেন হাসপাতালের একজন নার্স৷


প্রতি ১৪ জনের একজন নারী যৌন হয়রানির শিকার

আগের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নারীরা তাঁদের প্রেমিক বা স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার হন৷ কিন্তু নতুন এক গবেষণা বলছে, এরা ছাড়া পরিবারের অন্য ঘনিষ্ঠ আত্মীয়দের হাতেও যৌন হয়রানির ঘটনা বহু নারীর জীবনে ঘটে থাকে৷
এই প্রথম পুরো বিশ্বে নারীর যৌন হয়রানি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে বুধবার৷ প্রতিবেদনের লেখকরা বলেছেন, তথ্যভাণ্ডারে গুরুত্বপূর্ণ কিছু ফাঁক থাকা সত্ত্বেও একটা ব্যাপার পরিষ্কার৷ আর তা হলো, নারীদের যৌন হয়রানির বিষয়টি এমন একটি সমস্যা যা বেশিরভাগ ক্ষেত্রেই এড়িয়ে যাওয়া হয়েছে এবং হচ্ছে৷
৫৬টি দেশের নারীদের সাক্ষাৎকার এবং বিভিন্ন ঘটনা তদন্ত করে গবেষকরা এই প্রতিবেদনটি তৈরি করেছেন৷ ৭.২ শতাংশ নারী যাঁদের বয়স ১৫ বছরের বেশি, তাঁরা সাক্ষাৎকারে বলেছেন যে, জীবনে অন্তত একবার তাঁরা যৌন হয়রানির শিকার হয়েছেন এবং সেই জঘণ্য কাজটি হয়েছে প্রেমিক বা স্বামী ছাড়াও পরিবারের অন্য আত্মীয়দের হাতে৷
গবেষকরা দক্ষিণ এশিয়া, অর্থাৎ বাংলাদেশ ও ভারতে এ হার অত্যন্ত কম দেখেছেন, মাত্র ৩.৩ শতাংশ এবং উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এ হার ৪.৫ শতাংশ৷ এছাড়া পূর্ব ইউরোপের তিনটি দেশে যৌন হয়রানির মাত্রা কম৷ লিথুয়ানিয়া, ইউক্রেন এবং আজারবাইজানে এই হার ৬.৯ শতাংশ৷ পশ্চিমে এই মাত্রা অনেক বেশি, প্রায় ১১.৫ শতাংশ৷ আর উত্তর অ্যামেরিকায় যৌন হয়রানির মাত্রা আরো বিস্ময়কর, ১৩ শতাংশ৷
সাউথ আফ্রিকান মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের সদস্য এবং এই প্রতিবেদনের প্রধান গবেষক নাঈমা আব্রাহাম জানান, গবেষণা থেকে এটাই বোঝা যাচ্ছে যে পুরো বিশ্বে নারীদের ক্ষেত্রে যৌন হয়রানি একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷
তিনি আরো জানান, ‘‘সঠিক তথ্য পেলে হয়ত দেখা যাবে কয়েকটি অঞ্চল, যেমন দক্ষিণ এশিয়ায় যৌন হয়রানি বা সহিংসতার মাত্রা আরো বেশি৷'' সংবাদ সংস্থা এএফপিকে একটি ই-মেলে গবেষণার সীমাবদ্ধতা সম্পর্কে জানিয়েছেন নাঈমা৷ তিনি বলেছেন, ইউরোপ, ওশেনিয়া, অস্ট্রেলিয়া, নর্থ অ্যামেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তথ্য সঠিক হলেও দক্ষিণ এশিয়া, উত্তর ও মধ্য আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের তথ্যগুলোতে অবশ্যই ফাঁক রয়েছে৷

সাকিব ৩ ম্যাচ নিষিদ্ধ, জরিমানা ৩ লাখ টাকা

শুক্রবার বিসিবির ক্রিকেট অপারেশন কমিটি শুনানি শেষে এ সিদ্ধান্ত নিয়েছে।
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৩ ম্যাচে নিষিদ্ধ ও ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার সন্ধ্যায় বিসিবির ক্রিকেট অপারেশন কমিটি শুনানি শেষে এ সিদ্ধান্ত নিয়েছে।
শুনানিতে নিজের দোষ স্বীকার করে নেন সাকিব।
বৃহস্পতিবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ম্যাচের পর অশালীন আচরণ করায় সাকিবের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে সমকালকে জানিয়েছেন ওই কমিটির এক সদস্য।

ছাত্রকে যৌন নিপীড়নের দায়ে শিক্ষিকার জেল

প্রথমে ওই ছাত্রের সঙ্গে ফেসবুক চ্যাট ও পরে পার্কে গিয়ে তার সঙ্গে অশোভন আচরণ করেন ওই শিক্ষিকা।
অনলাইন ডেস্ক
ছাত্রকে যৌন নিপীড়নের দায়ে ৪২ বছর বয়সী এক স্কুল শিক্ষিকাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। ১৩ বছর বয়সী ছাত্রটি দণ্ডপ্রাপ্ত শিক্ষিকার স্কুলেরই শিক্ষার্থী।ছাত্রকে যৌন নিপীড়নের দায়ে শিক্ষিকার জেল
ফাইল ছবি।
 
শুক্রবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, আলোচিত নারী ১১ বছর ধরে শিক্ষকতা করছেন। চার সন্তানের মাও তিনি। তার বিরুদ্ধে শিশু ও অল্প বয়সীদের ওপর যৌন নিপীড়নের ২/১টি অভিযোগ প্রমাণ হয়েছে৷ সিংগাপুরের ‘চিলড্রেন অ্যান্ড ইয়াং পারসন্স অ্যাক্ট'-এর আওতায় শিক্ষিকার বিচার করা হয়েছে।
 
আদালত থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী,অভিযুক্ত নারী কিশোরের ঠোঁটে চুমু দিয়েছেন এবং তার কাঁধে ও ঘাড়ে ‘লাভ বাইট'বা প্রেমের দংশন এঁকে দিয়েছেন। ২০১২ সালে এই কাজ করেন তিনি। তবে অভিযুক্ত হলেও শিক্ষিকার নাম পরিচয় প্রকাশ করেনি আদালত।
 
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,ওই ছাত্রটি শিক্ষিকার ছেলের সঙ্গে ফুটবল খেলতে। জানা যায়, প্রথমে ছেলেটির সঙ্গে ফেসবুক চ্যাটের মাধ্যমে সখ্যতা গড়ে তোলেন জনৈকা শিক্ষিকা। এরপর পাবলিক পার্কে গিয়ে তার সঙ্গে অশোভন আচরণ করেন তিনি। আদরের অছিলায় কিশোরের শরীরে তিনি ‘যৌন কামনার’ চিহ্ন রাখেন। চুম্বনের সঙ্গে দাঁতের কামড় বসান ঘাড়ে।
ছেলে বাড়ি ফিরে যাওয়ার পর ঘাড়ে ‘লাভ বাইট'দেখে তার মা পুলিশের শরণাপন্ন হন। বিচারক নং পেং হং তার রায়ে লিখেছেন,"১৩ বছর বয়সী এক ছেলের ওপর এমন একজন মানুষ যৌন নিপীড়ন চালিয়েছেন,যিনি শিক্ষিকা। আমার মতে,পাবলিক পার্কে বসে ছাত্রের গায়ে ‘লাভ বাইটস'এবং তার ঠোঁটে চুমু দেয়ার সময় জিভ ব্যবহারের মাধ্যমে শিক্ষিকা অশ্লীল,যৌন এবং অগ্রহণযোগ্য আচরণ করেছেন।”
 
তবে আদালতে শিক্ষিকার পক্ষের আইনজীবী জানান,শিক্ষিকা মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন। বিচারক অবশ্য এই যুক্তি তেমন একটা আমলে নেননি৷

উপজেলা নির্বাচনে বিজয়ী যারা ;ভোটার উপস্থিতির হার শতকরা ৬২ দশমিক ৩৭ ভাগ

সমকাল প্রতিবেদক
দেশের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী ৪৩ জন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ৩৫, জামায়াতের ১২ এবং অন্যান্য ছয়জন বিজয়ী হয়েছেন। ৯৭টি উপজেলায় বুধবার নির্বাচন অনুষ্ঠিত হলেও সিরাজগঞ্জের
উল্লাপাড়ায় ফল ঘোষণা স্থগিত রয়েছে। এ নির্বাচনে ভোটার উপস্থিতির হার শতকরা ৬২ দশমিক ৩৭ ভাগ। ৯৬ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ৩৪ জন, আওয়ামী লীগের ২৭, জামায়াতের ২২, জাতীয় পার্টির ছয়, স্বতন্ত্র ছয় ও অন্যান্য চারজন বিজয়ী হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩৯ জন, বিএনপির ৩৬, জামায়াতের ১০, জাতীয় পার্টির একজন, স্বতন্ত্র সাত ও অন্যান্য তিনজন প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রংপুর বিভাগ :পঞ্চগড়ের সদরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আনোয়ার সাদাত সম্রাট, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আক্তারুজ্জামান খান শাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির কামরুন্নাহার শাহীনা আক্তার নির্বাচিত হয়েছেন। বোদায় চেয়ারম্যান পদে জামায়াতের শফিউল্লাহ শফি, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আসাদুল্লাহ আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির লাইলি বেগম নির্বাচিত হয়েছেন। আটোয়ারীতে চেয়ারম্যান পদে বিএনপির আবদুর রহমান আবদার, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মো. শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মিরা রানী নির্বাচিত হয়েছেন। দেবীগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হাসনাত জামান চৌধুরী জজ বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পরিমল দে সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের লাকী আক্তার জয়ী হয়েছেন।
দিনাজপুরের কাহারোলে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিএনপির মামুনুর রশিদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের আবদুল গণি মাস্টার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের জুলেখা বেগম জয়ী হয়েছেন। খানসামায় চেয়ারম্যান পদে বিএনপির শহিদুজ্জামান শাহ, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির এটিএম সুজাউদ্দিন রুইল শাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মিনা বেগম নির্বাচিত হয়েছেন।
নীলফামারীর ডিমলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মুজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের আয়েশা সিদ্দিকা জয়ী হয়েছেন। সৈয়দপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জাওয়াদুল হক সরকার, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আজমল হক সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির রওনক জাহান বেনু নির্বাচিত হয়েছেন। জলঢাকায় চেয়ারম্যান পদে জামায়াতের আলহাজ সৈয়দ আলী, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আ. ওয়াহেদ বাহাদুর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের রিভা আক্তার জয়ী হয়েছেন।
রংপুরের তারাগঞ্জে চেয়ারম্যান পদে স্বতন্ত্র আনিছুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র মাহমুদা আক্তার নির্বাচিত হয়েছেন। মিঠাপুকুরে চেয়ারম্যান পদে জামায়াতের গোলাম রব্বানী, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের আ. বাসেত ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মোর্শেদা বেগম জয়ী হয়েছেন।
কুড়িগ্রামের উলিপুরে চেয়ারম্যান পদে বিএনপির হায়দার আলী মিয়া, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের হাফিজ রুহুল আমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির তাহমিনা বেগম নির্বাচিত হয়েছেন। ফুলবাড়ীতে চেয়ারম্যান পদে বিএনপির মো. নজির হোসেন, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আরজিনা খাতুন নির্বাচিত হয়েছেন। ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মো. নুরুন্নবী চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির গোলাম ইয়াসিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ফরিদা পারভীন নির্বাচিত হয়েছেন। গাইবান্ধার সাঘাটায় চেয়ারম্যান পদে জাতীয় পার্টি সমর্থিত অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু, ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোমিতুল হক নয়ন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নাজনীন বেগম নির্বাচিত হয়েছেন। গোবিন্দগঞ্জে চেয়ারম্যান পদে বিএনপির ফারুক কবির আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মো. নুরুন্নবী প্রধান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোসাম্মাৎ আক্তারা বানু জয়ী হয়েছেন।
রাজশাহী বিভাগ :বগুড়ার সারিয়াকান্দিতে চেয়ারম্যান পদে বিএনপির মাসুদুর রহমান হিরো মণ্ডল, ভাইস চেয়ারম্যান বিএনপির নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির গোলাপী বেগম নির্বাচিত হয়েছেন। শেরপুরে চেয়ারম্যান পদে জামায়াতের আলহাজ দবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আরিফুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির অ্যাডভোকেট সামলা ইসলাম শেফা জয়ী হয়েছেন। ধুনটে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী একেএম তৌহিদুল আলম মামুন, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের রেজাউল করিম বাচ্চু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নূরজাহান খাতুন নির্বাচিত হয়েছেন। নন্দীগ্রামে চেয়ারম্যান পদে জামায়াতের নুরুল ইসলাম মণ্ডল, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির এ কে আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস জয়ী হয়েছেন। দুপচাঁচিয়ায় চেয়ারম্যান পদে জামায়াতের আবদুল গনি মণ্ডল, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মোতালেব হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সখিনা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবদুল কাদের, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রতীমা রানী নির্বাচিত হয়েছেন। নওগাঁর মহাদেবপুরে চেয়ারম্যান পদে বিএনপির আবদুস ছাত্তার নান্নু, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মর্জিনা আক্তার নির্বাচিত হয়েছেন। রানীনগরে চেয়ারম্যান পদে বিএনপির এসএম আল ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের হারুনুর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সোনিয়া ইসলাম জয়ী হয়েছেন। রাজশাহীর মোহনপুরে চেয়ারম্যান পদে বিএনপির অধ্যাপক আবদুস সামাদ, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের আবুল কালাম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টির বানেছা বেগম নির্বাচিত হয়েছেন। নাটোরের সিংড়ায় চেয়ারম্যান পদে বিএনপির আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শামীম হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আরজুমান আরা বেগম জয়ী হয়েছেন। পাবনার সাঁথিয়ায় চেয়ারম্যান পদে জামায়াতের মোখলেসুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের আবু তালেব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের তাহমিনা খাতুন বেবী নির্বাচিত হয়েছেন। আটঘরিয়ায় চেয়ারম্যান পদে জামায়াতের জহুরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সোলাইমান হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আমেনা খাতুন নীলা জয়ী হয়েছেন। সুজানগরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জালাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আজমেরী সুলতানা পলি নির্বাচিত হয়েছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে চেয়ারম্যান পদে বিএনপির আইনুল হক, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির জাহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শিউলী ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। কাজীপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোজাম্মেল হক বকুল সরকার, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সাইফুল ইসলাম বেলাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সুলতানা হক বিজয়ী হয়েছেন।
বগুড়ার সোনাতলায় পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হলেও চেয়ারম্যান পদে বিএনপির আহসানুল তৈয়ব জাকিরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ভোটের ব্যবধান কম থাকায় দুই ভাইস চেয়ারম্যান পদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। তবে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের এনামুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির রঞ্জনা খাতুন এগিয়ে আছেন।
এ ছাড়া সিরাজগঞ্জ সদরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রিয়াজ উদ্দিন বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ভিপি শামীম আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সাবিনা ইয়াসমিন বিজয়ী হয়েছেন। উল্লাপাড়ায় মোট ১২১টির মধ্যে ১১৯টি ভোটকেন্দ্রে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মারুফ বিন হাবিব ৮৮ হাজার ৩১৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট শামসুল হক ৮২ হাজার ৬১৯ ভোট পেয়েছেন। গোলযোগের কারণে দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। স্থগিত দুই কেন্দ্রে সাত হাজার ২৮৬ ভোট রয়েছে আর মারুফ বিন হাবিব পাঁচ হাজার ৭৮৯ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। তবে ভোটের ব্যবধান বেশি থাকায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের শাজাহান আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মনিজা মোমেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
খুলনা বিভাগ :মেহেরপুর সদরে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মারুফ আহম্মদ বিজন, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মাহবুব উল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির রোমানা আহমেদ নির্বাচিত হয়েছেন। কুষ্টিয়া সদরে বিএনপির জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির কামাল উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের ফরিদা হুসাইন জয়ী হয়েছেন। ভেড়ামারা উপজেলায় বিএনপির তৌহিদুল ইসলাম আলম, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের নুরুল আমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ফরিদা হোসাইন এগিয়ে রয়েছেন। ঝিনাইদহ সদরে চেয়ারম্যান পদে বিএনপির আবদুল আলিম, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের হাবিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির তহুরা খাতুন নির্বাচিত হয়েছেন। জেলার কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মতিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির শাহানাজ পারভিন জয়ী হয়েছেন। কোটচাঁদপুরে চেয়ারম্যান পদে জামায়াতের তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মোয়াদিয়া হুসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের নাজমা খাতুন নির্বাচিত হয়েছেন। শৈলকূপায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী শিকদার মোশাররাফ হোসেন সোনা, একই দলের ভাইস চেয়ারম্যান পদে শামীম হোসেন মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি জয়ী হয়েছেন। যশোরের অভয়নগরে চেয়ারম্যান পদে বিএনপির নুরুল হক, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ইমাদ উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ফরিদা বেগম নির্বাচিত হয়েছেন। মাগুরার সদরে চেয়ারম্যান পদে বিএনপির নাজিমউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের ফারুক হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির তানজিরা রহমান জয়ী হয়েছেন। শ্রীপুরে চেয়ারম্যান পদে বিএনপির বদরুল আলম হিরো, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নার্গিস সুলতানা নির্বাচিত হয়েছেন। নড়াইলের কালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শামীম রহমান ওসি খান, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মাওলানা জাকারিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিউটি বেগম জয়ী হয়েছেন। খুলনার দীঘলিয়ায় আওয়ামী লীগের খান নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শরীফ মোজাম্মেল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির কোহিনূর বেগম নির্বাচিত হয়েছেন। কয়রা উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াতের মাওলানা আ খ ম তমিজ উদ্দীন, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শেখ আবদুর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের খালেদা আক্তার জয়ী হয়েছেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আওয়ামী লীগের এবিএম মুস্তাকিম বিল্লাহ, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের শহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির জাহানারা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বরিশাল বিভাগ :ভোলার লালমোহনে চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান হিসেবে ফখরুল আলম হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মাসুমা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বরিশালের বাকেরগঞ্জে চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের শামসুল আলম চুন্নু, ভাইস চেয়ারম্যান হিসেবে জাতীয় পার্টির ফারুক গাজী ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের তাহমিনা বেগম মিনু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গৌরনদীতে চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের শাহ আলম খান, ভাইস চেয়ারম্যান হিসেবে ফরহাদ মুন্সী ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মনিরুন নাহার মেরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিভাগ :জামালপুর সদরে চেয়ারম্যান পদে বিএনপির আমজাদ হোসেন মলি্লক, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির কাজী মসিউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা বেগম জয়ী হয়েছেন। সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে বিএনপির ফরীদুল কবির তালুকদার শামীম, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মামুনুর রশিদ ফকির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির হোসনে আরা আসমা জয়ী হয়েছেন। নেত্রকোনার দুর্গাপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এমদাদুল হক খান, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আনোয়ার হোসেন আসাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পারভীন আক্তার বিজয়ী হয়েছেন। কেন্দুয়ায় চেয়ারম্যান পদে বিএনপির দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোফাজ্জল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শামসুন্নাহার রোজিনা নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জের বাজিতপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সরোয়ার আলম, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবুল ফজল রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রোকেয়া বেগম নির্বাচিত হয়েছেন। নিকলীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কারার সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আফতাব মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রওশন আরা বেগম জয়ী হয়েছেন। করিমগঞ্জে চেয়ারম্যান পদে বিএনপির সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আমজাদ হোসেন দিদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দিলারা বেগম জয়ী হয়েছেন।
মানিকগঞ্জের দৌলতপুরে চেয়ারম্যান পদে বিএনপির তোজাম্মেল হক তোজা, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির হযরত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মনোয়ারা বেগম নির্বাচিত হয়েছেন। শিবালয়ে চেয়ারম্যান পদে বিএনপির আলী আকব, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আলী আহসান মিঠু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির তাহমিনা আক্তার লতা জয়ী হয়েছেন। সিংগাইরে চেয়ারম্যান পদে বিএনপির আবিদুর রহমান রোমান, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবু বক্কর সিদ্দিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আনোয়ারা বেগম নির্বাচিত হয়েছেন। সাটুরিয়ায় চেয়ারম্যান পদে বিএনপির বশিরউদ্দিন ঠাণ্ডু, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির তোরাব হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির বদরুন্নেসা ঝিনুক জয়ী হয়েছেন।
ঢাকার দোহারে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী কামরুল হুদা, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মাসুদ পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শামীমা রাহিন জয়ী হয়েছেন। নবাবগঞ্জে চেয়ারম্যান পদে বিএনপির খন্দকার আবু আসফাক, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মহসিন রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মরিয়ার জালাল শিমু নির্বাচিত হয়েছেন।
নরসিংদীর পলাশে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সৈয়দ জাবেদ আহমেদ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মো. আলম মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নাসিমা সুলতানা জয়ী হয়েছেন। বেলাবতে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী মো. আহসান হাবীব, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মো. আবু হানিফ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শারমিন আক্তার খালেদা নির্বাচিত হয়েছেন।
গাজীপুরের কাপাসিয়ায় চেয়ারম্যান পদে বিএনপির খন্দকার আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রেজাউর রহমান লস্কর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শামসুন্নাহার ডেইজি জয়ী হয়েছেন।
রাজবাড়ীর সদরে চেয়ারম্যান পদে বিএনপির এমএ খালেক, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের সৈয়দ আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির শাহিনুর আক্তার বিউটি জয়ী হয়েছেন। পাংশায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগে ফরিদ হাসান ওয়াদুদ, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নাদের মুন্সি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শাহিদা আহমেদ জয়ী হয়েছেন। বালিয়াকান্দিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হারুনুর রশিদ মানিক ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের খোদেজা বেগম জয়ী হয়েছেন।
গোপালগঞ্জের কাশিয়ানীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জানে আলম মিয়া বিরু, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের খাজা নেওয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শামসুন্নাহার মিনা জয়ী হয়েছেন। মুকসুদপুরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল, ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র অধ্যাপক আবুল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রেঞ্জারা বেগম জয়ী হয়েছেন। মাদারীপুরের কালকিনিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তৌহিদুজ্জামান শাহীন, ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক দুদুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কাজী নাসরিন জয়ী হয়েছেন। শরীয়তপুরের ডামুড্যায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আলমগীর মাঝি, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির উজ্জ্বল শিকদার ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রেহেনা আক্তার নির্বাচিত হয়েছেন। জাজিরায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোবারক আলী, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত নুরুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পারভীন আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। গোসাইরহাটে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নাসিরউদ্দিন, ভেদরগঞ্জে চেয়ারম্যান পদে বিএনপির আনোয়ার হোসেন মাঝি, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মাসুম বালা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আকলিমা সর্দার লিপি নির্বাচিত হয়েছেন।
সিলেট বিভাগ :সিলেটের কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবদুল বাছির, ভাইস চেয়ারম্যান পদে একই দলের শামসুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ দলের নাসরীন জাহান ফাতেমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ জেলার জৈন্তাপুরের চেয়ারম্যান পদে জামায়াতের জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান পদে জাপার (এরশাদ) বশির আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জয়মতী রানী বেসরকারিভাবে নির্বাচিত হন। গোয়াইনঘাটে চেয়ারম্যান পদে বিএনপির আবদুল হাকিম চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শাহ আলম স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ দলের আফিয়া বেগম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া বিশ্বনাথে চেয়ারম্যান পদে বিএনপির সোহেল আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে একই দলের আহমদ নূর উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ দলের স্বপ্না শাহীন নির্বাচিত হয়েছেন। জকিগঞ্জে চেয়ারম্যান পদে বিএনপির ইকবাল আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের গোলাম রব্বানী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ইয়াহিয়া চৌধুরী নির্বাচিত হয়েছেন। গোলাপগঞ্জে চেয়ারম্যান পদে জামায়াতের হাফিজ নাজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নুমান উদ্দিন মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির অ্যাডভোকেট শাহানা হোসেন নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে আওয়ামী লীগের আবুল কালাম চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা তৈয়বুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রুবিনা বেগম। একই জেলার দুয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ইদ্রিস আলী (বীরপ্রতীক), ভাইস চেয়ারম্যান পদে জাপার (এরশাদ) রেনু মিয়া ও সালেহা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অলিউর রহমান বকুল, ভাইস চেয়ারম্যান পদে একই দলের আবুল সা'দাত লাহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নাসিমা আখতার খানম নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আ স ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে আঞ্জুমানে আল ইসলাহর ফজলুল হক খান সাহেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাসদের নেহার বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আবদুল হাই, ভাইস চেয়ারম্যান পদে খেলাফত মজলিসের সিহাবউদ্দিন সাকিব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নাদিরা খানম নির্বাচিত হয়েছেন। এ জেলার মাধবপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী সৈয়দ মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান বিএনপির আবদুল আজিজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির অ্যাডভোকেট সুফিয়া আখতার হেলেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম বিভাগ :চট্টগ্রামের মিরসরাইয়ে চেয়ারম্যান পদে বিএনপির নুরুল আমীন, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মঈন উদ্দিন মাহমুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ইয়াসমিন আক্তার কাকলী নির্বাচিত হয়েছেন। হাটহাজারীতে চেয়ারম্যান পদে বিএনপির মাহবুব আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে ইসলামী সমমনা দল সমর্থিত নাসির উদ্দিন মনির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের ডা. মনোয়ারা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
খাগড়াছড়ি জেলার সদর উপজেলা :চেয়ারম্যান পদে ইউপিডিএফ সমর্থিত চঞ্চুমণি চাকমা, ভাইস চেয়ারম্যান পদে রণিক ত্রিপুরা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনসংহতি সমিতির কাকলি খিসা জয়ী হয়েছেন। রামগড়ে চেয়ারম্যান পদে বিএনপির শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবদুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির খাদিজা আক্তার নির্বাচিত হয়েছেন। মানিকছড়িতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ম্রাগ্য মারমা, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তাজুল ইসলাম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাহেলা আক্তার জয়ী হয়েছেন। মাটিরাঙ্গায় চেয়ারম্যান পদে বিএনপির তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে বিএনপির দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হাসিনা আক্তার নির্বাচিত হয়েছেন। মহালছড়িতে চেয়ারম্যান পদে জনসংহতি সমিতির বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ক্যাচিংমিং চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনসংহতি সমিতির কাকলী খিসা জয়ী হয়েছেন। পানছড়িতে চেয়ারম্যান পদে ইউপিডিএফের সর্বোত্তম চাকমা, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের লোকমান হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রত্না তংঞ্চঙ্গ্যা বেসরকারি ফল অনুযায়ী নির্বাচিত হয়েছেন।

৭৪ উপজেলায় ভোট ৩১ মার্চ

সমকাল প্রতিবেদক
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম দফায় গতকাল ৩৫ জেলার আরও ৭৪টি উপজেলার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৩১ মার্চ এ ৭৪ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ মার্চ, প্রার্থিতা বাছাই ৫ মার্চ ও প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মার্চ। ছয় ধাপে দেশের ৪৮৭ উপজেলায় নির্বাচন আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে প্রথম দফায় ৯৮ উপজেলার মধ্যে ৯৭টিতে ভোট হয়েছে বুধবার। রংপুরের পীরগঞ্জে ভোট হবে ২৪ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপে আরও ১১৬টি উপজেলায় ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। দেশব্যাপী পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অসুবিধা না করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফাঁকে কয়েক ধাপে স্থানীয় সরকারের এ নির্বাচন করছে ইসি। তৃতীয় ধাপে ৮৩ উপজেলায় ১৫ মার্চ ও চতুর্থ ধাপে ৯২ উপজেলায় ভোট হবে ২৩ মার্চ। বাকি উপজেলাগুলোয় শেষ ও ষষ্ঠধাপে মে অথবা জুন মাসে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে ইসির।
গতকাল ঘোাষিত তফসিল অনুযায়ী ৩১ মার্চ যেসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো_ ঠাকুরগাঁও সদর, দিনাজপুরের বিরল, পার্বতীপুর, হাকিমপুর, নীলফামারীর ডোমার, লালমনিরহাটের কালীগঞ্জ, গাইবান্ধার ফুলছড়ি, সুন্দরগঞ্জ, বগুড়া সদর, রাজশাহীর পবা, সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, পাবনা সদর ও বেড়া, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা, সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা, বরগুনার বামনা, সদর, পাথরঘাটা, আমতলী, পটুয়াখালীর দশমিনা ও কলাপাড়া, টাঙ্গাইলের ঘাটাইল, মির্জাপুর, সদর, গোপালপুর ও বাসাইল, জামালপুরের মাদারগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, ত্রিশাল, নান্দাইল, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, পাকুন্দিয়া, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি, লৌহজং, সিরাজদীখান, গাজীপুরের কালীগঞ্জ, নরসিংদী সদর, মনোহরদী, রায়পুরা, নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার, রাজবাড়ীর গোয়ালন্দ, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, সিলেটের বিয়ানিবাজার, মৌলভীবাজারের জুড়ী, রাজনগর, হবিগঞ্জের বানিয়াচং, ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা, আশুগঞ্জ, কুমিল্লার মুরাদনগর, চান্দিনা, ফেনীর ছাগলনাইয়া, নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া, লক্ষ্মীপুর সদর, রামগতি, রামগঞ্জ, রায়পুর, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের সদর, টেকনাফ, উখিয়া, খাগড়াছড়ির দীঘিনালা, রাঙামাটি সদর, লংগদু, রাজস্থলী ও বিলাইছড়ি।

Friday, 14 February 2014

আবারও খোলামেলা চরিত্রে বিদ্যা



আবারও বলিউড কাঁপাতে আসছে  বিদ্যা বালানের নতুন ছবি শাদি কে সাইড অ্যাফেক্টসছবিটির প্রচারে  ব্যস্ত সময় কাটাচ্ছেন বিদ্যাছবিতে ফারহান আক্তারের বিপরীতে দেখা যাবে পদ্মশ্রী পদক পাওয়া ডার্টি বিদ্যাকে ধারণা করা হচ্ছে এটিই হবে চলতি বছরের অন্যতম ব্যবসা সফল ছবি
গত বছর বিদ্যা খারাপ সময় পার করলেও   এবছর মুক্তি পাচ্ছে তার বেশ কটি ছবি পুরো বছর জুড়েই বক্স অফিস ছেয়ে যাবে বিদ্যায়বর্তমানে তিনি কাজ করছেন ববি জাসুসনামক একটি ছবিরহায়দ্রাবাদে সম্প্রতি ৫১ দিন এই ছবির টানা শুটিং শেষ হয়েছেএখানে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে বিদ্যাকেএখানে এক অন্য নারী গোয়েন্দা দেখবে দর্শকরাছবিতে বিদ্যা অভিনয় করেছেন বেশ খোলামেলা ভাবেই বেশ কটি আবেদন পূর্ণ দৃশ্যে  খোলামেলা অভিনয় করেছেন বিদ্যা হঠাৎ হারিয়ে যাওয়া বিদ্যা বলিউডে ঝড় হয়ে ফিরে আসেন ডার্টি পিকচারের মধ্য দিয়ে বেশ খোলা-মেলা আচরণ ও সুন্দর অভিনয় দর্শক সহ সবার নজর কাড়ে এবং আলোচনা-সমালোচনায় সিনেমা বোদ্ধাদের কাছে উঠে আসেন বিদ্যা আবারও খোলামেলা বিদ্যাকে সমালোচকরা কীভাবে গ্রহণ করে তা এখন দেখার বিষয়

পুরুষেরাও যৌন নির্যাতনের শিকার !!!

পুরুষরাও নিরাপদে নেইদৈনিক গড়ে প্রায় দুইশপুরুষ বলাৎকার ও যৌন নির্যাতনের শিকার হচ্ছেনব্রিটিশ সরকারের এ সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে
বৃহস্পতিবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, ব্রিটেনে প্রতি বছর ৭২ হাজার পুরুষ বলাৎকার ও যৌন হয়রানির শিকার হয় এবং প্রতি ১০টি ধর্ষণের ঘটনার মধ্যে একটি ঘটে পুরুষের বিরুদ্ধেসেখানে বলা হয়েছে, ২০১৩ সালে পুলিশের সংরক্ষিত তথ্য অনুযায়ী ১৩ বছর বয়সী ছেলে শিশুদের মধ্যে দুই হাজার ১৬৪ জন বলাৎকার ও যৌন হয়রানির শিকার হয়েছে
পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে, ব্রিটিশ সরকার এই প্রথমবারের মতো এ ধরনের ঘটনার শিকার পুরুষদের সহযোগিতায় অর্থ বরাদ্দেরে সিদ্ধান্ত নিয়েছেবলাৎকারের শিকার ছেলে শিশুদের উপদেশ ও পরামর্শ দেওয়ার মতো বিভিন্ন কর্মসূচি পরিচালনা করতে নতুন অর্থবছরে পাঁচ লাখ পাউন্ড বরাদ্দ রাখা হচ্ছে ব্রিটেনে ধর্ষণসহ যৌন নির্যাতনের ঘটনা ক্রমেই বাড়ছে তবে পুরুষরাও যে এতো ব্যাপকভাবে বলাৎকারের শিকার তা অনেকেরই জানা ছিল না বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্র ও সমাজ ধর্ম থেকে যত দূরে সরে যাবে এ ধরনের ঘটনা ততই বাড়বে

বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে বিনিয়োগে আগ্রহী ছয় সংস্থা



ছয়টি বহুজাতিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাওয়া স্যাটেলাইট বঙ্গবন্ধু ১-য়ে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছে প্রতিষ্ঠানগুলো হলো এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব ইউএসএ, এইচএসবিসি ফ্রান্স, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেসন, ব্রিটেনের সিডব্লিউজি গালফ ইন্টারন্যাশনাল এবং চায়না গ্রেট ওয়াল ইনডাস্ট্রি করর্পোরেসন
বাংলাদেশ ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিকী বলেন, এরই মধ্যে অর্থমন্ত্রণালয় ও ইআরডি বঙ্গবন্ধু ১স্যাটেলাইট প্রকল্পের পরিকল্পনা এবং এ সংক্রান্ত নগদ অর্থের খসড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে  প্রকল্প শুরুর আগেই বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ এবং প্রকল্প গবেষণায় সরকারের ব্যয় হয়েছে ৮৬ কোটি টাকা  আবু বকর সিদ্দিকী বলেন, ‘এখন এটি অর্থ মন্ত্রণালয় এবং ইআরডি বিভাগের বিষয় কারণ যাবতীয় তথ্য-উপাত্ত, ব্যবসায়িক পরিকল্পনা ও নগদ অর্থ প্রবাহ তালিকা সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হয়েছেকমিটির মাধ্যমে স্যাটেলাইটের জন্যে বৈদেশিক বিনিয়োগ সংস্থা নির্ধারিত হবেযেনো দেশে আর্থিক সংকট সৃষ্টি না হয়
তিনি আরো বলেন, ‘তিন হাজার ২০০ কোটি টাকা মূল্যের এতো বড় প্রকল্পের ব্যয়ভার বহন সরকারের একার পক্ষে সম্ভব নয়অর্থায়নে বিদেশি উপদেষ্টা প্রতিষ্ঠানের সহায়তা নিতে হবেআমরা দেশের স্বার্থ এবং মুনাফার বিষয়টি মাথায় রেখেই প্রকল্পের প্রস্তাবনা তৈরি করেছি
প্রয়োজনে বিভিন্ন বিদেশি সংস্থার টেন্ডার আহ্বান করা হতে পারে বলে জানান আবু বকর সিদ্দিকী
বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের পাইলট প্রকল্প শুরুর সময়সীমা ২০১৫ সালের জুন থেকে বাড়িয়ে ২০১৬ সালের জুন পর্যন্ত করা হয়েছে এরইমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই উন্নয়ন প্রকল্পের খসড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের জন্যে এক্সিকিউটিভ কমিটি অব দি ন্যাশনাল ইকোনোমিক কাউন্সিলে (একনেক) পাঠিয়েছে
গত মাসে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা বাংলাদেশ টেলি কমিউনিকেসন রেগুলেটরি কমিউনিকেসনে (বিটিআরসি) পাঠানো হয়েছেতিন হাজার ২০০ কোটি টাকার এ প্রকল্পে বিটিআরসি এক হাজার ৫৫৫ কোটি টাকা অর্থায়ন করবে  বাকি অর্থ আসবে বৈদেশিক উৎস হতে
বিটিআরসি এরইমধ্যে অর্থায়নের জন্যে প্রয়োজনীয় দরপত্র আহ্বানের প্রস্তুতি শুরু করেছেপর্যায়ক্রমে স্যাটেলাইট চালু, নিয়ন্ত্রণ এবং বীমার জন্যে দরপত্র আহ্বান করা হবে মার্কিন স্পেস পাটনারশিপ ইন্টারন্যাশনালস্যাটেলাইট প্রকল্পের উপদেষ্টা প্রকল্প হিসেবে কাজ করছেগত বছরের ২৯ মার্চ বিআরটিসি এবং এসপিআই এর মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছিলো বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের জন্যে ২৮ মিলিয়ন ডলার ব্যয়ে স্পুটিঙ্কের কাছ থেকে বাংলাদেশ ১১৯ ইস্ট অরবিটাল স্লট কিনেছে

Saturday, 1 February 2014

ঢাকায় তসলিমার বইয়ের মোড়ক উন্মোচন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : ‘নির্বাসিত’ লেখিকা তসলিমা নাসরিনের নতুন বই ‘নিষিদ্ধ’-এর মোড়ক উন্মোচিত হলো ঢাকায়। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। মোড়ক উন্মোচন শেষে প্রকাশনা সংস্থাটির স্বত্ত্বাধিকারী ওসমান গণি লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, ‘তসলিমার মানবাধিকার লঙ্ঘন করায় তার যতো ক্ষতি হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে এদেশের।
নারী যখন কেবল নারী হয়ে জন্মানোর কারণে বঞ্চিত হচ্ছেন, পথেঘাটে লাঞ্ছিত হচ্ছেন, যখন স্বাধীনতা বা অধিকার বলতে কিছু নেই, তখন এ দেশে তসলিমার প্রয়োজন সবচেয়ে বেশি।’
তিনি বলেন, ‘আমরা তসলিমাকে দেশে ফেরত আনার এবং অবিলম্বে তার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানাই।’
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া,  রোবায়েত ফেরদৌস, মারুফ রসুল প্রমুখ।
জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ‘আমি কয়েকদিন ধরে তসলিমা নাসরিনের নাগরিকত্বের বিষয়টি ঘেটেছি। বাংলাদেশের নাগরিকত্ব আইন অনুযায়ী, তার নাগরিকত্ব বাতিল হয়নি। তাছাড়া বাংলাদেশ সরকার তার নাগরিকত্ব বাতিলের কোনো ঘোষণাও দেয়নি। তসলিমা নাসরিন অনেকবার তার পাসপোর্ট নবায়ন করার আবেদন করেও পাননি। তিনি রাষ্ট্রবিরোধী কোনো কাজে লিপ্ত নন। তবে কেন তাকে দেশে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে না? বাংলাদেশ সরকারের কাছে আমার জোর দাবি, তসলিমা নাসরিনকে দেশে ফেরার অনুমোতি দেয়া হোক।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, ‘কোনো ব্যক্তির দৈর্ঘ্য কিংবা ওজন পরিমাপ করার জন্য আমরা স্কেল ও বাটখারা ব্যবহার করি। কিন্তু একজন মানুষকে মাপতে হলে তার চিন্তার গভীরতা দিয়ে মাপা উচিত।’
ব্লগার মারুফ রসুল বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন বইয়ের দোকানে যুদ্ধাপরাধী গোলাম আজমের আত্মজীবনী বই বিক্রির আনুমোদন যদি থাকে, তবে তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ ও দাউদ হায়দারের মতো লেখকের বই কেন নিষিদ্ধ হবে?’
প্রসঙ্গত,১৯৯৪ সাল থেকে তসলিমা নাসরিনের ‘নির্বাসিত’ জীবন শুরু হয়। বাংলাদেশ ত্যাগের পর তিনি ফ্রান্স, সুইডেন ও ভারত বসবাস করেছেন।

নতুন ৭৫২জন শিক্ষা অফিসারকে যোগদানের নির্দেশ

নতুন ৭৫২জন শিক্ষা অফিসারকে যোগদানের নির্দেশবিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সুপারিশক্রমে ৭৫২জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (২য় শ্রেণী) যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক প্রজ্ঞাপনে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, ঢাকায় যোগদান করার নির্দেশ দেয়া হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd.com নিয়োগ প্রাপ্তদের তালিকা দেয়া হয়েছে। ওয়েবসাইট থেকে নিয়োগপত্রের কপি সংগ্রহ করেও নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ যোগদান করতে পারবেন।

বাংলা একাডেমি পুরস্কার পেলেন ১১ গুণী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: | 30-01-2014
বাংলা একাডেমি পুরস্কার পেলেন ১১ গুণীবিশ্ববিদ্যালয় প্রতিনিধি:২০১৩ সালের বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১১ জন এ পুরস্কার পেলেন।
এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন- কথাসাহিত্যে পূরবী বসু, কবিতায় হেলাল হাফিজ,  প্রবন্ধে মফিদুল হক, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে হারুণ হাবীব, গবেষণায় যৌথভাবে জামিল চোধুরী ও প্রভাংশু ত্রিপুরা, অনুবাদ সাহিত্যে কায়সার হক, ভ্রমণকাহিনী মাহফুজুর রহমান, বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ সাহিত্যে অধ্যাপক শহীদুল ইসলাম এবং শিশুসাহিত্যে যৌথভাবে কাইজার চৌধুরী ও আসলাম সানি।
এ বছর ১০টি ক্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কার ঘোষণার কথা থাকলেও নয়টি ক্যাটাগরিতে তা ঘোষণা করা হয়েছে। আগের দুই বছরের মতো এবারও নাটকে কেউ পুরস্কার পাননি।
এ বছর পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকার চেক, সনদ ও উপহারসামগ্রী। অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে একাডেমির পরিচালক ড. শাহিদা খাতুন,সচিব আলতাফ হোসেন, উপপরিচালক মুর্শিদউদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।

হলিউড অনন্যা উইন্সলেট

রাজীব হাসান | আপডেট: ০০:৩৮, জানুয়ারি ৩০, ২০১৪ | প্রিন্ট সংস্করণ
লেবার ডে ছবিতে কেট উইন্সলেটসে বহুকাল আগের কথা।
বিখ্যাত ব্রিটিশ নির্মাতা টিম পোপ একটা বিজ্ঞাপন বানাবেন। বাচ্চাদের খাবারের বিজ্ঞাপন। একটা মেয়ে দরকার। ১০ থেকে ১২ বছর বয়স। কাজটা সহজ নয়। বিশেষ করে বাচ্চাদের নিয়ে কাজ করার অতীত অভিজ্ঞতা পোপের সুখকর নয়। এর আগে এমন একটা কাজ করতে গিয়ে মাথার চুল অর্ধেক হারিয়েছেন। পোপের আশঙ্কা, এবার বাকি চুলগুলোর শ্রাদ্ধ হয়ে যাবে। মাথাটাকে এরপর স্টেডিয়াম হিসেবে ভাড়া দিতে পারবেন, ‘সুবিধা’ বলতে এই একটাই।
পোপের সহকারীরা খুঁজে খুঁজে হয়রান। অবশেষে একটা মেয়ের সন্ধান মিলল। বার্কশায়ারের রেডরুফস থিয়েটার স্কুলে পড়ে একটা মেয়ে। ১১ বছর বয়স। মেয়েটার সঙ্গে কাজ করার পর পোপ রায় দিলেন, ‘এই মেয়ের থিয়েটার স্কুলে পড়ে কোনো লাভ হবে না। বেকার সময় নষ্ট। কারণ, থিয়েটার স্কুল ওকে যা শেখাবে, সেটা যে জন্ম থেকেই শিখে এসেছে!’
মেয়েটার বংশপরিচয়ের ঠিকুজি জানলে পোপ হয়তো চমকাতেন না। ইংল্যান্ডের এক ‘থেস্পিয়ান’ পরিবারে জন্ম। মানে কিনা এমন এক পরিবার, যে পরিবারের সদস্যরা তো বটেই, বাড়ির আসবাবপত্র, হাঁড়িপাতিলও অভিনয়ে ওস্তাদ! বাবা রজার উইন্সলেট আর মা স্যালি ব্রিজেস দুজনই ছিলেন মঞ্চশিল্পী। নানা-নানি দুজনই একসময় রিডিং রেপার্টরি থিয়েটার চালাতেন। মামা লন্ডনের ওয়েস্ট অ্যান্ড থিয়েটারের নিয়মিত শিল্পী ছিলেন। সেই পরিবারের মেয়ে কেট উইন্সলেট।
উইন্সলেটকে বোঝাতে সব সময় তাঁর বাড়ির ট্রফি রাখার শোকেসটার দিকে তাকাতে বলা হয়। যেখানে কী নেই? একাডেমি অ্যাওয়ার্ড ওরফে অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা, এমি, গ্র্যামি, ক্রিটিক চয়েস, স্ক্রিন অ্যাক্টর গিল্ডস, সিজার অ্যাওয়ার্ড—একজন অভিনয়শিল্পীর যত পুরস্কার পাওয়া সম্ভব, তার চেয়ে বেশিই পেয়েছেন। যেমন গ্র্যামি কি আর সব অভিনেতার কপালে জোটে?
এবারও গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছিলেন। অস্কারের পর সম্ভবত সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারে মনোনয়ন পাওয়া তাঁর জন্য ডালভাত। দশ-দশবার মনোনয়ন পেয়েছেন গোল্ডেন গ্লোবে। এবার শেষ পর্যন্ত জেতেননি, জিতলে সংখ্যাটা হতো চার। একবার মাত্র অস্কার জিতলেও মনোনয়ন পেয়েছেন ছয়-ছয়বার। তিনিই ইতিহাসে সবচেয়ে কম বয়সে সবচেয়ে বেশিবার অস্কার মনোনয়ন পাওয়া শিল্পী।
এই সাফল্যের খুবই সরল একটা সূত্র আছে। সেটা হলো, সাফল্যের নিশ্চিত মখমল বিছানো পথে না হাঁটা। এর চেয়ে চ্যালেঞ্জ তুলে নেওয়া বারবার। এ কারণেই আমরা দেখি, ১৯৯৭ সালে টাইটানিক-এর পর তাঁর খ্যাতি যখন আকাশছোঁয়া, সে সময়ও তিনি ইংল্যান্ডের পাততাড়ি গুটিয়ে হলিউডের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রলোভনে ভুললেন না। অসাধারণ সব গ্ল্যামার উপচানো চরিত্রের প্রস্তাব ফেলে বেছে নিতে লাগলেন ছোট অফবিট ধাঁচের চরিত্র। যেমন হিডিয়াস কিঙ্কি, যেখানে অভিনয় করলেন হিপ্পি মায়ের চরিত্রে। কুইলস বা আইরিস-এর মতো চ্যালেঞ্জিং সব ছবি। সেই ধারাবাহিকতায় এল ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড, ফাইন্ডিং নেভারল্যান্ড, লিটল চিলড্রেন, দ্য রিডার, রেভ্যলিউশনারি রোড ও কার্নেজ।
অভিনেতাদের হতে হয় মাটির সেই মণ্ডের মতো। পেলব, নমনীয়—যেকোনো আকার ধারণ করা যার পক্ষে সম্ভব। নিয়তই নিজেকে ভাঙচুর করার নেশায় মেতে ওঠা উইন্সলেট এবার অভিনয় করেছেন লেবার ডে ছবিতে। ১৯৮৭ সালের প্রেক্ষাপটে নির্মিত অ্যাডেলে হুইলার নামের এক সিঙ্গেল মাদারের চরিত্রে। আগামীকাল মুক্তি পাচ্ছে ছবিটি।
তারকা হয়েও তাই শেষ পর্যন্ত তারকার খোলসে তিনি বন্দী নন। টাইটানিক তাঁকে শিখিয়েছে, উত্তাল কিংবা হিমশীতল সাগরে ভেসে থাকতে চাইলে ছোট্ট একটা অবলম্বন হলেও চলে। টাইটানিক তাঁকে শিখিয়েছে, জীবন মানে আসলে আত্মদান, স্যাক্রিফাইস। টাইটানিক করার আগে যে ছোট্ট বাড়িটায় থাকতেন, টাইটানিক-সাফল্যের পরও ফিরে গেছেন সেখানেই। ‘ছবিটা অসম্ভব সাফল্য পেয়েছে মানেই এই নয় আমি হুট করে উত্তর লন্ডনের আমার ছোট্ট বাড়িটার শিকড় উপড়ে ফেলে লস অ্যাঞ্জেলেসে ৬০ লাখ পাউন্ড দামের প্রাসাদে গিয়ে উঠব’—সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন এই ৩৮ বছর বয়সী।
টাইটানিক সাফল্যের পরও কেন নিজের শিকড়ে থেকে গিয়েছিলেন, তার আরও বিশদ ব্যাখ্যাও দিয়েছেন, ‘বিখ্যাত সফল পরিপূর্ণ শিল্পীজীবনের জন্য আমি তখন প্রস্তুতই ছিলাম না। আমার বয়স ছিল মাত্র ২১। জানতাম, অভিনয়শিল্পী হিসেবে আমি পরিপূর্ণ নই। আমার এখনো অনেক শেখার বাকি।’
সেই শেখাটা তিনি এখনো শিখছেন বলেই দাবি করলেন, ‘আমার কাজ একজন চলচ্চিত্র তারকার নয়, আমার কাজ একজন অভিনয়শিল্পীর। প্রতিটি ছবিকেই আমি আমার নিজের প্রথম ছবি হিসেবেই দেখেছি। এখনো সেই একই অনুভূতিই হয়, সেই একই আনন্দ।’
এ কারণেই হয়তো তাঁর ফেসবুক-টুইটার নেই। এ কারণেই হয়তো তিনি ‘সেকেলে’। এ কারণেই হয়তো তিনি অন্য রকম। তিনি অনন্যা!
 রাজীব হাসান
হলিউড রিপোর্টার অবলম্বনে

AD BANNAR