Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Friday 14 February 2014

বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে বিনিয়োগে আগ্রহী ছয় সংস্থা



ছয়টি বহুজাতিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাওয়া স্যাটেলাইট বঙ্গবন্ধু ১-য়ে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছে প্রতিষ্ঠানগুলো হলো এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব ইউএসএ, এইচএসবিসি ফ্রান্স, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেসন, ব্রিটেনের সিডব্লিউজি গালফ ইন্টারন্যাশনাল এবং চায়না গ্রেট ওয়াল ইনডাস্ট্রি করর্পোরেসন
বাংলাদেশ ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিকী বলেন, এরই মধ্যে অর্থমন্ত্রণালয় ও ইআরডি বঙ্গবন্ধু ১স্যাটেলাইট প্রকল্পের পরিকল্পনা এবং এ সংক্রান্ত নগদ অর্থের খসড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে  প্রকল্প শুরুর আগেই বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ এবং প্রকল্প গবেষণায় সরকারের ব্যয় হয়েছে ৮৬ কোটি টাকা  আবু বকর সিদ্দিকী বলেন, ‘এখন এটি অর্থ মন্ত্রণালয় এবং ইআরডি বিভাগের বিষয় কারণ যাবতীয় তথ্য-উপাত্ত, ব্যবসায়িক পরিকল্পনা ও নগদ অর্থ প্রবাহ তালিকা সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হয়েছেকমিটির মাধ্যমে স্যাটেলাইটের জন্যে বৈদেশিক বিনিয়োগ সংস্থা নির্ধারিত হবেযেনো দেশে আর্থিক সংকট সৃষ্টি না হয়
তিনি আরো বলেন, ‘তিন হাজার ২০০ কোটি টাকা মূল্যের এতো বড় প্রকল্পের ব্যয়ভার বহন সরকারের একার পক্ষে সম্ভব নয়অর্থায়নে বিদেশি উপদেষ্টা প্রতিষ্ঠানের সহায়তা নিতে হবেআমরা দেশের স্বার্থ এবং মুনাফার বিষয়টি মাথায় রেখেই প্রকল্পের প্রস্তাবনা তৈরি করেছি
প্রয়োজনে বিভিন্ন বিদেশি সংস্থার টেন্ডার আহ্বান করা হতে পারে বলে জানান আবু বকর সিদ্দিকী
বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের পাইলট প্রকল্প শুরুর সময়সীমা ২০১৫ সালের জুন থেকে বাড়িয়ে ২০১৬ সালের জুন পর্যন্ত করা হয়েছে এরইমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই উন্নয়ন প্রকল্পের খসড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের জন্যে এক্সিকিউটিভ কমিটি অব দি ন্যাশনাল ইকোনোমিক কাউন্সিলে (একনেক) পাঠিয়েছে
গত মাসে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা বাংলাদেশ টেলি কমিউনিকেসন রেগুলেটরি কমিউনিকেসনে (বিটিআরসি) পাঠানো হয়েছেতিন হাজার ২০০ কোটি টাকার এ প্রকল্পে বিটিআরসি এক হাজার ৫৫৫ কোটি টাকা অর্থায়ন করবে  বাকি অর্থ আসবে বৈদেশিক উৎস হতে
বিটিআরসি এরইমধ্যে অর্থায়নের জন্যে প্রয়োজনীয় দরপত্র আহ্বানের প্রস্তুতি শুরু করেছেপর্যায়ক্রমে স্যাটেলাইট চালু, নিয়ন্ত্রণ এবং বীমার জন্যে দরপত্র আহ্বান করা হবে মার্কিন স্পেস পাটনারশিপ ইন্টারন্যাশনালস্যাটেলাইট প্রকল্পের উপদেষ্টা প্রকল্প হিসেবে কাজ করছেগত বছরের ২৯ মার্চ বিআরটিসি এবং এসপিআই এর মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছিলো বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের জন্যে ২৮ মিলিয়ন ডলার ব্যয়ে স্পুটিঙ্কের কাছ থেকে বাংলাদেশ ১১৯ ইস্ট অরবিটাল স্লট কিনেছে