Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Saturday 22 February 2014

'সহিংসতার মধ্যেও ৩৩ কোটি বই বিতরণ'

শনিবার নীলফামারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের শহীদ মিনার উদ্বোধন করে এ কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
নীলফামারী সংবাদদাতা
'সহিংসতার মধ্যেও ৩৩ কোটি বই বিতরণ'
কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আসাদুজ্জামান নূর। ছবি- সমকাল
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিরোধী জোটের সহিংস কর্মসূচির মধ্যেও বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে ৩৩ কোটি বই বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে নীলফামারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে সদ্যনির্মিত শহীদ মিনার উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
নূর বলেন, "বিরোধী জোটের হরতাল-অবরোধ, জ্বালাও পোড়া, সরকারি প্রতিষ্ঠান, স্থাপনা ধ্বংস এবং সাধারণ মানুষ আর পুলিশ হত্যার মধ্যেও সরকার বইগুলি পৌঁছে দিয়েছে।"
বিনামূল্যে এত পরিমাণ বই বিতরণ বিশ্বের কোথাও নজির না থাকলেও সেটি করেছেন জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেও মন্তব্য করেন তিনি।
 
কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জিএম ফয়েজ উদ্দিন, কলেজের অধ্যক্ষ অরবিন্দ কুমার বর্ধণ বক্তব্য রাখেন।
পরে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আসাদুজ্জামান নূর।
অধ্যক্ষ অরবিন্দ কুমার বর্ধণ জানান, কলেজের নিজস্ব তহবিল  থেকে নির্মিত শহীদ মিনারটির স্থপতি ছিলেন রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগের একেএম শাহজাহান।
এরআগে সকাল ১১টার দিকে নীলফামারী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি থেকে সালাম গ্রহণ করেন আসাদুজ্জামান নূর।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জাকির হোসেন বক্তব্য রাখেন।