বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: | 30-01-2014
এবারের
পুরস্কারপ্রাপ্তরা হলেন- কথাসাহিত্যে পূরবী বসু, কবিতায় হেলাল হাফিজ,
প্রবন্ধে মফিদুল হক, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে হারুণ হাবীব, গবেষণায়
যৌথভাবে জামিল চোধুরী ও প্রভাংশু ত্রিপুরা, অনুবাদ সাহিত্যে কায়সার হক,
ভ্রমণকাহিনী মাহফুজুর রহমান, বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ সাহিত্যে অধ্যাপক
শহীদুল ইসলাম এবং শিশুসাহিত্যে যৌথভাবে কাইজার চৌধুরী ও আসলাম সানি।
এ বছর
১০টি ক্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কার ঘোষণার কথা থাকলেও নয়টি
ক্যাটাগরিতে তা ঘোষণা করা হয়েছে। আগের দুই বছরের মতো এবারও নাটকে কেউ
পুরস্কার পাননি।
এ বছর
পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকার চেক, সনদ ও উপহারসামগ্রী। অমর একুশে
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ
সম্মেলনে অন্যান্যের মধ্যে একাডেমির পরিচালক ড. শাহিদা খাতুন,সচিব আলতাফ
হোসেন, উপপরিচালক মুর্শিদউদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।