Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Saturday 22 February 2014

সোনালী ব্যাংকের ২ কোটি টাকা চুরি করেছে হ্যাকাররা

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৪র উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।
বিশেষ প্রতিনিধি
সোনালী ব্যাংকের ২ কোটি টাকা চুরি করেছে হ্যাকাররাগত বছরের মাঝামাঝি সময়ে রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকের আড়াই লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা) হ্যাকাররা চুরি করেছে।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৪’র উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম।
 
সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে টাকা লুটের সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, "নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা ঘটছে।"
তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার সংযোজন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দেন।
ব্যাংকের এক ব্যবস্থাপক সমকালকে জানান, গত বছরের মাঝামাঝি সময়ে সোনালী ব্যাংকের স্থানীয় একটি শাখা থেকে হ্যাকাররা সুইফটের (টাকা স্থানান্তর পদ্ধতি) পাসওয়ার্ড চুরি করে আড়াই লাখ টাকা নিজেদের একাউন্টে নিয়ে নেয়। ওই টাকা হ্যাকাররা লন্ডনের একটি ব্যাংকের একাউন্টে নিয়ে যায়। সেখান থেকে ওই টাকা স্থানান্তর করা হয় তুরস্কে। চুরি হওয়া টাকা এখনো উদ্ধার করতে পারেনি সোনালী ব্যাংক। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।