Monday, 2 June 2014

বলিউড তারকাদের আয়-রোজগার


বলিউড তারকাদের আয়-রোজগার ডেস্ক রিপোর্ট
জনপ্রিয় তারকাদের অর্থ-সম্পত্তি নিয়ে সবারই কম বেশি জানার আগ্রহ রয়েছে। ছবিপ্রতি কিংবা স্টেজ শো থেকে নামিদামি তারকারা কত আয় করেন, তা নিয়েও জরিপের শেষ নেই। ভক্তদের কৌতূহল মেটাতে বলিউড জনপ্রিয় কয়েকজন তারকার সাম্প্রতিক আয়ের হিসাব তুলে ধরা হলোঃ
শাহরুখ খান : বলিউড কিং শাহরুখ ছবিপ্রতি ৪০ কোটি রুপি নেন। এর সঙ্গে আবার ছবির লাভের একটি অংশও পান তিনি। প্রতিটি বিয়ের অনুষ্ঠান ও স্টেজ শোর জন্য নেন তিন কোটি রুপি। তাছাড়া যে কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ১-২ কোটি রুপি সম্মানী নেন।
সালমান খান : শাহরুখের সঙ্গে পাল্লা দিয়ে সালমানও ছবিপ্রতি ৪০ কোটি রুপি নেন। বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হয়ে গেলে ২-৩ কোটি রুপি দাবি করেন।
হৃতি্ক রোশন :কৃষ‘খ্যাত এ তারকা প্রতি ছবি থেকে ২৫ কোটি রুপি নেন। বিয়ের অনুষ্ঠান ও স্টেজ শোর জন্য নেন দুই কোটি রুপি। বিশেষ অনুষ্ঠানগুলোয় অতিথি হিসেবে উপস্থিত হয়ে নেন দেড় কোটি রুপি।
অক্ষয় কুমার : ছবিপ্রতি নেন ৩৫ কোটি রুপি। বিয়ের অনুষ্ঠান ও স্টেজ শোর জন্য নেন আড়াই কোটি রুপি।
রণবীর কাপুর : প্রতিটি ছবি থেকে ২০ কোটি রুপি নেন। স্টেজ প্রোগ্রামের জন্য সম্মানী পান দুই কোটি রুপি।
রণবীর সিং : প্রতি ছবি থেকে ১০ কোটি রুপি নেন। স্টেজ শোর জন্য নেন এক কোটি রুপি।
কারিনা কাপুর : প্রতি ছবি থেকে আট কোটি রুপি সম্মানী পান। বিশেষ কোনো অনুষ্ঠানে অতিথি হলে ১-২ কোটি রুপি ঝুলিতে পোরেন।
প্রিয়াংকা চোপড়া : সাবেক এ বিশ্বসুন্দরী ছবিপ্রতি ৭ কোটি রুপি পান। প্রতিটি বিয়ের অনুষ্ঠান ও স্টেজ শোর জন্য নেন আড়াই কোটি রুপি। কোন অনুষ্ঠানে অতিথি হিসেবে গেলে এক থেকে দেড় কোটি রুপি সম্মানী পান।
দীপিকা পাডুকোন : ছবিপ্রতি ৮ কোটি রুপি নেন। তবে ইদানীং তিনি ১০ কোটি রুপি দাবি করছেন বলে জানা গেছে।
ক্যাটরিনা কাইফ : বলিউড কা হটগার্ল খ্যাত এ অভিনেত্রী ছবিপ্রতি ৬-৭ কোটি রুপি নেন। প্রতিটি বিয়ে ও স্টেজ শোর জন্য নেন ২-৩ কোটি রুপি। কোনো অনুষ্ঠানে একবার চেহারা দেখিয়েই কোটি রুপি ঝুলিতে পোরেন।
আনুশকা শর্মা : প্রতি ছবি থেকে ছয় কোটি রুপি সম্মানী পান। বিয়ের অনুষ্ঠান ও স্টেজ শোর জন্য নেন ৭০ লাখ রুপি। কোনো অনুষ্ঠানে অতিথি হওয়ার প্রস্তাব পেলে ৫০ লাখ রুপি দাবি করেন।
http://adf.ly/?id=353839

কেটি পেরিকে চুমু খেলেন মাইলি সাইরাস !

কেটি পেরিকে চুমু খেলেন মাইলি সাইরাস ! ডেস্ক রিপোর্ট
স্টেজ শো তে পারফর্ম করার সময় বিচিত্র সব কান্ড ঘটিয়ে প্রায় আলোচিত-সমালোচিত হওয়া মাইলি সাইরাস আবারও শিরোনাম হলেন।
এবার তিনি স্টেজ শো চলাকালীন স্টেজ থেকে নিচে নেমে এসে কেটি পেরির সাথে চুম্বনে লিপ্ত হোন। গত সপ্তাহে “ব্যাঙ্গার্স ট্যুর” কন্সার্টে “adore you” গানটি পারফর্ম করার সময় মাইলি সাইরাস, যে কিনা ব্ল্যাক ক্যাটের বেশ ধারণ করেছিলেন, স্টেজ থেকে নিচে নেমে আসেন এবং ঠিক সামনের সারিতে বসে থাকা কেটি পেরিকে চুম্বনে আবদ্ধ করেন। I kissed a girl খ্যাত কেটি পেরিও প্রথমে স্বাচ্ছন্দ্যেই চুম্বনে অংশগ্রহণ করলেও মুহূর্ত খানিক পরেই নিজেকে কিছুটা পিছিয়ে নিয়ে চুম্বন পর্বের সমাপ্তি ঘোষণা করেন। পরবর্তীতে পেরি নিজের টুইটার আইডিতে একটি ছবি পোষ্ট করে মাইলি সাইরাসকে উদ্দেশ্য করে লিখেন,”I Adore You”.
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZqlKCpTVnSc

http://adf.ly/?id=353839

সোনামের বিকিনি পরাতে পিতা অনিলের আপত্তি নেই

সোনামের নতুন সিনেমা ‘বেওয়াকুফিয়া” তে তিনি বিকিনি পরিধান করে যা দেখে হয়তো আমাদের কারো কারো চোখ কপালে উঠতে পারে। কিন্তু পিতা অনিল কাপুরের তাতে কোন নিষেধাজ্ঞা নেই। এ প্রসঙ্গে (বিকিনি পরিধানের) সোনাম বলেন, ‘আমার বাবা একজন শিল্পী এবং তিনি খুব খোলা মনের। তিনিই আমাকে অভিনেত্রী হওয়ার প্রেরনা দেন।’ সোনামের বিকিনি পরাতে পিতা অনিলের আপত্তি নেইছবিতে গোলাপি রঙের বিকিনি পরে সুইমিং পুলে আয়ূষ্মান খুরানার সঙ্গে জলকেলি করতে দেখা যাবে সোনমকে৷ নূপূর আস্তানার কথা অনুযায়ী, ‘সোনম শুধু ভাল অভিনেত্রী নয়, বলিউডের ডিভা৷ ওর মতো স্টাইল স্টেটমেন্ট খুব কমই আছে বলিউডে৷ আর এই ছবিতে এমনই একজন নায়িকাকে দরকার ছিল৷ শাড়ি থেকে বিকিনি সব কিছুই দারুণ ভাবে ক্যারি করে সোনম৷’
‘বেওয়াকুফিয়াঁ’ ছবিটি একেবারে নতুন স্বাদের রোমান্টিক কমেডি ছবি৷ ছবিতে সোনমের বিপরীতে রয়েছেন আয়ূষ্মান খুরানা৷ সোনমের বাবার চরিত্রে দেখা যাবে ঋষি কাপুরকে৷ ছবিটটি মুক্তি পাবে মার্চ মাসের ১৪ তারিখ৷
সোনামের ভাষায়, ‘এটা খুবই সাধারণ একটি দৃশ্য যেখানে আমি বিকিনি পড়ে সুইমিং পুলে ঝাপ দেই।’
http://adf.ly/?id=353839

AD BANNAR