Monday, 2 June 2014

কেটি পেরিকে চুমু খেলেন মাইলি সাইরাস !

কেটি পেরিকে চুমু খেলেন মাইলি সাইরাস ! ডেস্ক রিপোর্ট
স্টেজ শো তে পারফর্ম করার সময় বিচিত্র সব কান্ড ঘটিয়ে প্রায় আলোচিত-সমালোচিত হওয়া মাইলি সাইরাস আবারও শিরোনাম হলেন।
এবার তিনি স্টেজ শো চলাকালীন স্টেজ থেকে নিচে নেমে এসে কেটি পেরির সাথে চুম্বনে লিপ্ত হোন। গত সপ্তাহে “ব্যাঙ্গার্স ট্যুর” কন্সার্টে “adore you” গানটি পারফর্ম করার সময় মাইলি সাইরাস, যে কিনা ব্ল্যাক ক্যাটের বেশ ধারণ করেছিলেন, স্টেজ থেকে নিচে নেমে আসেন এবং ঠিক সামনের সারিতে বসে থাকা কেটি পেরিকে চুম্বনে আবদ্ধ করেন। I kissed a girl খ্যাত কেটি পেরিও প্রথমে স্বাচ্ছন্দ্যেই চুম্বনে অংশগ্রহণ করলেও মুহূর্ত খানিক পরেই নিজেকে কিছুটা পিছিয়ে নিয়ে চুম্বন পর্বের সমাপ্তি ঘোষণা করেন। পরবর্তীতে পেরি নিজের টুইটার আইডিতে একটি ছবি পোষ্ট করে মাইলি সাইরাসকে উদ্দেশ্য করে লিখেন,”I Adore You”.
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZqlKCpTVnSc

http://adf.ly/?id=353839

AD BANNAR