সোনামের নতুন সিনেমা ‘বেওয়াকুফিয়া” তে তিনি বিকিনি পরিধান করে যা দেখে
হয়তো আমাদের কারো কারো চোখ কপালে উঠতে পারে। কিন্তু পিতা অনিল কাপুরের তাতে
কোন নিষেধাজ্ঞা নেই। এ প্রসঙ্গে (বিকিনি পরিধানের) সোনাম বলেন, ‘আমার বাবা
একজন শিল্পী এবং তিনি খুব খোলা মনের। তিনিই আমাকে অভিনেত্রী হওয়ার প্রেরনা
দেন।’
ছবিতে গোলাপি রঙের বিকিনি পরে সুইমিং পুলে আয়ূষ্মান খুরানার সঙ্গে
জলকেলি করতে দেখা যাবে সোনমকে৷ নূপূর আস্তানার কথা অনুযায়ী, ‘সোনম শুধু
ভাল অভিনেত্রী নয়, বলিউডের ডিভা৷ ওর মতো স্টাইল স্টেটমেন্ট খুব কমই আছে
বলিউডে৷ আর এই ছবিতে এমনই একজন নায়িকাকে দরকার ছিল৷ শাড়ি থেকে বিকিনি সব
কিছুই দারুণ ভাবে ক্যারি করে সোনম৷’
‘বেওয়াকুফিয়াঁ’ ছবিটি একেবারে নতুন স্বাদের রোমান্টিক কমেডি ছবি৷ ছবিতে সোনমের বিপরীতে রয়েছেন আয়ূষ্মান খুরানা৷ সোনমের বাবার চরিত্রে দেখা যাবে ঋষি কাপুরকে৷ ছবিটটি মুক্তি পাবে মার্চ মাসের ১৪ তারিখ৷
সোনামের ভাষায়, ‘এটা খুবই সাধারণ একটি দৃশ্য যেখানে আমি বিকিনি পড়ে সুইমিং পুলে ঝাপ দেই।’
http://adf.ly/?id=353839
‘বেওয়াকুফিয়াঁ’ ছবিটি একেবারে নতুন স্বাদের রোমান্টিক কমেডি ছবি৷ ছবিতে সোনমের বিপরীতে রয়েছেন আয়ূষ্মান খুরানা৷ সোনমের বাবার চরিত্রে দেখা যাবে ঋষি কাপুরকে৷ ছবিটটি মুক্তি পাবে মার্চ মাসের ১৪ তারিখ৷
সোনামের ভাষায়, ‘এটা খুবই সাধারণ একটি দৃশ্য যেখানে আমি বিকিনি পড়ে সুইমিং পুলে ঝাপ দেই।’
http://adf.ly/?id=353839