Sunday, 2 March 2014

জঙ্গি ছিনতাই: তদন্ত প্রতিবেদন জমা

গত ২৩ ফেব্রুয়ারি ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজনভ্যানে হামলা চালিয়ে জেএমবির দণ্ডপ্রাপ্ত ৩ সদস্যকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
সমকাল প্রতিবেদক
জঙ্গি ছিনতাই: তদন্ত প্রতিবেদন জমাময়মনসিংহের ত্রিশালে পুলিশকে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দণ্ডপ্রাপ্ত ৩ সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউকে মোস্তাক সমকালকে জানান, রোববার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী তার কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দেন।
গত ২৩ ফেব্রুয়ারি (রোববার) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের সাইনবোর্ড এলাকা থেকে প্রিজনভ্যানে হামলা চালিয়ে জেএমবির দণ্ডপ্রাপ্ত ৩ সদস্যকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ হামলায় গুলিবিদ্ধ হয়ে আতিক নামে পুলিশের এক কনস্টেবল নিহত হন।
ছিনিয়ে নেওয়া তিন জঙ্গি হলেন- সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮), মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫) এবং রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ (৩৫)।
তাদের মধ্য রাকিবুল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি; অন্য দুজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বলে জানান তিনি।
এ ঘটনায় ওই দিনই অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটির অন্য সদস্যরা হলেন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহাফুজুল হক নুরুজ্জামান, কারা অধিদফতরের ডিআইজি প্রিজন্স (সদর দফতর) টিপু সুলতান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (জেল-১) সালমা বেগম।
ঘটনার দিন বিকেলে রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদকে টাঙ্গাইলের সখিপুর থেকে গ্রেফতার করে পুলিশ। পরে রাতেই তিনি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

বাংলাদেশে আসার অপেক্ষায় থাকি

এশিয়া কাপ ক্রিকেটে প্রতিটি খেলার আগে, মাঝে ও শেষে চ্যানেল নাইনে প্রচার হচ্ছে 'এক্সট্রা ইনিংস'। এটি উপস্থাপনা করছেন মডেল-অভিনেত্রী শিনা চৌহান। গত সোমবার ঢাকায় আসেন তিনি। এর আগে বিপিএল উপস্থাপনা করে জনপ্রিয় হন তিনি। গতকাল খেলা চলাকালে কথা বলেছেন তিনি_ কেমন লাগছে এবারের ঢাকা?

এটা আমার ভালো লাগার জায়গা। ঢাকায় এলে মন ভরে যায়। আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। খুব অল্প সময়ের জন্য আসি। কিন্তু যে ক'টা দিন থাকি জীবনের সেরা মুহূর্তগুলো বৃদ্ধি হতে থাকে। আয়োজকের দিক থেকে পৃথিবীর সেরা দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া উচিত। এ দেশের মানুষ খুব সুন্দর করে আতিথেয়তা করতে জানে। ভারতে থাকলে আমি সব সময় অপেক্ষা করি কখন আবার আমাকে বাংলাদেশে ডাকা হবে। চ্যানেল নাইনকে ধন্যবাদ তারা আমার ওপর প্রতিবারই আস্থা রেখেছে। আর সত্যি বলতে, চ্যানেল নাইনের টিমকে আমি মিস করি।
কত দিনের জন্য ঢাকায় এলেন? দু'সপ্তাহের জন্য এসেছি। এশিয়া কাপের সব ম্যাচে চ্যানেল নাইনের পর্দায় আমাকে দেখা যাবে। ফাইনাল ম্যাচ শেষ করে কলকাতায় ফিরে যাব। বাংলাদেশের কোন ক্রিকেটারের খেলা ভালো লাগে?বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে খুব সম্মান করি। দল পরিচালনায় তার পরিশ্রম ও খেলোয়াড়দের একতাবদ্ধ করার গুণ আমাকে মুগ্ধ করে। গত বুধবার বাংলাদেশ ও ভারতের ম্যাচ চলাকালে তিনি আঘাত পাওয়ার পর তার বিনম্র ব্যবহার ভালো লেগেছে। বাংলাদেশ দলের নতুন খেলোয়াড়রা খুব বেশি প্রাণবন্ত। বাংলাদেশের ছবি 'পিঁপড়া বিদ্যা'তে কাজ করার অভিজ্ঞতা কেমন?এটা আমার চতুর্থ ছবি। বাংলাদেশে আসার প্রথম থেকেই চেয়েছিলাম এ দেশের চলচ্চিত্রে সম্পৃক্ত হতে। এর আগে বেশ কয়েকবার এ দেশে এসেছিলাম শুধু উপস্থাপনার জন্য। তাই 'পিঁপড়া বিদ্যা' আমার জন্য বিশেষ কিছু ছিল। পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী খুব খ্যাতনামা পরিচালক। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অনেক দেশে তার সুনাম আছে। তার পুরো দলের সঙ্গে কাজ করতে খুব আনন্দ পেয়েছি। তিশা ও ফারুকী দু'জনে খুব সাহায্য করেছেন। শুটিংয়ের দিনগুলো কেমন ছিল?'পিঁপড়া বিদ্যা' ছবিতে অভিনয়ের জন্য আমি কক্সবাজার গিয়েছিলাম। এটা তো পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত। সে সময়গুলো খুব উপভোগ করেছি। জাতিসংঘের শুভেচ্ছাদূত 'ইয়ুথ ফর হিউম্যান রাইট' নিয়ে কাজ করছেন?যুবকদের অধিকার নিয়ে এটির কাজ। তাদের অধিকার সম্পর্কে সচেতন করাই এর প্রধান উদ্দেশ্য। এবার দক্ষিণ এশিয়ার তরুণদের জন্য কাজ করছি। গানটি তৈরি করা হচ্ছে জাতিসংঘের উদ্যোগে। সেখানে তরুণ সমাজের অধিকারের কথা বলা হয়েছে।
হসাক্ষাৎকার নিয়েছেন : ওয়ালিউল মুক্তা

কাইয়ুম চৌধুরীসহ ৯ জন পাচ্ছেন স্বাধীনতা পদক

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বছরের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।
সমকাল প্রতিবেদক
কাইয়ুম চৌধুরীসহ ৯ জন পাচ্ছেন স্বাধীনতা পদক
স্বাধীনতা পদক। ফাইল ছবি
জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী কাইয়ুম চৌধুরীসহ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে চলতি বছরের স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার।
প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বছরের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।
 
এবারের স্বাধীনতা পদক পাচ্ছেন যারা : সাবেক গণপরিষদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অবদানের জন্য মরণোত্তর এ পুরস্কার পাচ্ছেন। ১৯৭১ সালের ৭ মার্চ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বঙ্গবন্ধুর ভাষণ রেকর্ড ও সংরক্ষণ করেছিলেন তিনি।
মুক্তিযুদ্ধের সময় কুমিল্লার পুলিশ সুপারের দায়িত্বে থাকা মুন্সী কবির উদ্দিন আহমেদ সে সময় সেনানিবাসের ব্রিগেড কমান্ডারের হাতে জেলা পুলিশের অস্ত্রভাণ্ডারের চাবি দিতে স্বীকৃতি জানিয়েছিলেন। পরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দি অবস্থায় শহীদ হন তিনি। তাকেও এবার মরণোত্তর এ পুরস্কার দেওয়া হচ্ছে।একাত্তরে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা শহীদ কাজী আজিজুল ইসলাম এবার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। ওই দায়িত্বে থেকেও মুক্তিযুদ্ধে সক্রিয় সহায়তা করে গেছেন তিনি।
মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনকারী লেফটেন্যান্ট কর্নেল মো. আবু ওসমান চৌধুরী এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। ১৯৭১ সালের ২৬ মার্চ তার অধীন সেনা দল নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খসুরুজ্জামান চৌধুরী শহীদ, এসবিএম মিজানুর রহমান ও মোহাম্মদ হারিছ আলী।
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন কিশোরগঞ্জের তখনকার মহকুমা প্রশাসক খসুরুজ্জামান চৌধুরী।
সরকারি চাকরিতে নিয়োজিত থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে যোগ দেওয়া মিজানুর রহমান ১৯৭১ সালের ৫ মে পিরোজপুরে পাকিস্তানি বাহিনীর হামলায় শহীদ হন।মুক্তিযুদ্ধে তরুণদের সংগঠিত করতে ভূমিকা রাখা মোহাম্মদ হারিছ আলী মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের অধীন জেলা সাব-সেক্টরের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের দায়িত্বও পালন করেন। শিক্ষাক্ষেত্রে মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলাদেশ সরকারের শিক্ষা ও সংস্কৃতি বিভাগের এমএনএ ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকারী ও ভাষাসংগ্রামী অধ্যক্ষ মো. কামরুজ্জামান (মরণোত্তর) এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।সংস্কৃতিতে এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন শিল্পী কাইয়ুম চৌধুরী, যিনি মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনেই ছিলেন সক্রিয়। আর কৃষি গবেষণা ও উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবার ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পাচ্ছে।
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ২৬ মার্চ স্বাধীনতা দিবস সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ পদক দেওয়া হয়। এ পুরস্কারের জন্য মনোনীতরা একটি করে স্বর্ণের পদক ও একটি সম্মাননাসূচক প্রত্যয়নপত্র পান। এর সঙ্গে নগদ পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হয়।

AD BANNAR