টিভি অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ইতিমধ্যেই তিনটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে অভিনয় করে ফেলেছেন জ্যোতিকা জ্যোতি। স্বাধীনতার এ মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর অভিনীত মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র 'অনিল বাগচীর একদিন'। হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম। কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে না পারায় দুই মাস পরে হলে মুক্তি দিতে চান ছবির পরিচালক। তিনি বলেন, 'ইচ্ছা ছিল এ মাসেই ছবিটি মুক্তি দেওয়ার। কিন্তু পোস্ট প্রোডাকশনের কিছু কাজ বাকি থাকায় সেটা আর হচ্ছে না। আশা করছি সব মিলিয়ে মাস দুয়েক পরেই হলে মুক্তি পাবে ছবিটি।'
জ্যোতি বলেন, 'ছবির কাহিনীকার ও নির্মাতা দুজনেই বড় মানের শিল্পী। এই চলচ্চিত্রে আমি অনিলের ছোট বোন অতশীর চরিত্রে অভিনয় করেছি। চ্যালেঞ্জিং একটি চরিত্র। তাই সব মিলিয়ে ছবিটি নিয়ে আমার প্রত্যাশা অনেক।'
চলতি মাসেই প্রদর্শন হওয়ার কথা রয়েছে জ্যোতি অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'গর্ত-ট্রেন্স অব ফেয়ার'। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে মরিয়ম নামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি।