আগেও
মধ্যপ্রাচ্যে গাইতে গিয়েছেন আঁখি আলমগীর। তবে
এবার তিনি পর পর দুটি দেশে গাইতে
যাচ্ছেন। ১০ এপ্রিল
যাবেন বাহরাইন। সেখানে
অনুষ্ঠান শেষ করে ওই দিনই ওমানের বিমান ধরবেন তিনি। সেখানে গান করবেন ১২ এপ্রিল। দুটি অনুষ্ঠানেরই
আয়োজন করেছেন স্থানীয় বাংলাদেশিরা।
অনুষ্ঠানে
আঁখির সঙ্গে আরো যাওয়ার কথা রয়েছে মনির খান, এস ডি রুবেল
ও এস আই টুটুলের। যন্ত্র্রশিল্পী হিসেবে যাচ্ছেন উজ্জ্বল (পার্কাশন), নাদিম
(কি-বোর্ড),
সাকিব
(অক্টোপ্যাড), রাসেল (লিড) ও সোহেল (বেজ)। এ
প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, 'আমি সব সময়ই দেশের বাইরের বাঙালিদের আমন্ত্রণে সাড়া দেওয়ার চেষ্টা করি। প্রবাসে থাকলেও তাঁরা বাংলা গান অনেক ভালোবাসেন। তাঁদের সামনে গাইতে পারলে আমারও ভালো
লাগে।'