Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Tuesday, 10 March 2015

মধ্যপ্রাচ্যে আঁখি



রংবেরং প্রতিবেদক
আগেও মধ্যপ্রাচ্যে গাইতে গিয়েছেন আঁখি আলমগীরতবে এবার তিনি পর পর দুটি দেশে গাইতে যাচ্ছেন১০ এপ্রিল যাবেন বাহরাইনসেখানে অনুষ্ঠান শেষ করে ওই দিনই ওমানের বিমান ধরবেন তিনিসেখানে গান করবেন ১২ এপ্রিলদুটি অনুষ্ঠানেরই আয়োজন করেছেন স্থানীয় বাংলাদেশিরা
অনুষ্ঠানে আঁখির সঙ্গে আরো যাওয়ার কথা রয়েছে মনির খান, এস ডি রুবেল ও এস আই টুটুলেরযন্ত্র্রশিল্পী হিসেবে যাচ্ছেন উজ্জ্বল (পার্কাশন), নাদিম (কি-বোর্ড), সাকিব (অক্টোপ্যাড), রাসেল (লিড) ও সোহেল (বেজ) এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, 'আমি সব সময়ই দেশের বাইরের বাঙালিদের আমন্ত্রণে সাড়া দেওয়ার চেষ্টা করিপ্রবাসে থাকলেও তাঁরা বাংলা গান অনেক ভালোবাসেনতাঁদের সামনে গাইতে পারলে আমারও ভালো লাগে'