Wednesday, 29 October 2014

নায়কের অভাবে বেকার পপি!

বিনোদন প্রতিবেদক॥
চিত্রনায়িকা পপি দীর্ঘদিন ধরেই বড়পর্দায় নেই। তার শ্যুটিং শেষ করা ছবিগুলোও মুক্তি পাচ্ছে না। অপরদিকে নতুন কোনও সিনেমায়ও যুক্ত হওয়ার খবর নেই।
একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, পপিকে নিয়ে কাজ না করার অন্যতম কারণ হচ্ছে তার বিপরীতে নায়ক সংকট। একসময় পপির নায়ক ছিলেন শাকিল খান। যিনি এখন সিনেমা থেকে অনেক দূরে। রুবেল, রিয়াজ, ফেরদৌসদেরও পর্দায় খুব বেশি দেখা যায় না। এদিকে নতুন যে নায়কদের বাজারে চাহিদা আছে, তাদের বেশিরভাগের সঙ্গেই বয়সের কারণে মিলছেন না পপি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছবিতে অভিনয় করার জন্য পপি এখনও মুখিয়ে আছেন। আজ বললে হয় তো কালই শিডিউল দিয়ে দিবেন। গল্পও তৈরি আছে। কিন্তু তার বিপরীতে নায়ক কাকে নেব! নায়ক পাচ্ছি না বলেই তাকে নিয়ে ছবি বানাতে পারছি না।’
এদিকে আগামী ২৮ নভেম্বর তার অভিনীত ‘চার অক্ষরের ভালোবাসা’ মুক্তি পাবার কথা।
474587_249452575166712_1827694330_o

AD BANNAR