এমনকি সে নকল বিয়ের সার্টিফিকেটও তৈরি করে৷ ছাত্রী এই ঘটনার অভিযোগ জানিয়েছেন এসপির কাছে৷ এসপির আদেশে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, ছাত্রী কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্রী৷ অসুস্থতার কারণে তার পরিবার তাঁকে তান্ত্রিক বকাল নজমীর কাছে নিয়ে যায়৷ সে ছাত্রীর বাড়ির লোককে আশ্বাস দেয় যে সে ছাত্রীকে সম্পূর্ণ সুস্থ করে দেবে৷
অভিযোগ, চিকিৎসার সময় সে যুবতীকে মাদক খাইয়ে দিত এবং তার বাড়ির লোককে বাইরে বসিয়ে রাখত৷
ছাত্রীর অভিযোগ, তান্ত্রিক তাকে বেশকয়েকবার ধর্ষণ করেছে৷ ধর্ষণের সময় তান্ত্রিক ছাত্রীর অশ্লীল ছবি তুলে রাখে এবং সেগুলি ইন্টারনেটে ফাঁস করে দেওয়ায় হুমকি দিত৷
এমনকি ছাত্রীর সঙ্গে নিজের নিকল বিয়ের সার্টিফিকেট তৈরি করেছিল তান্ত্রিক৷
দুই দিন আগে তান্ত্রিকের মেয়ে ছাত্রীর বাড়িতে এসে ছাত্রীকে মা বলে ডাকে ও তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়৷
পুলিশ অভিযোগ দায়ের করে তান্ত্রিককে গ্রেফতার করে৷ পুলিশ জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷