ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়েই গড়ে উঠেছে এ ছবির কাহিনী। ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পাবে সামনের বছর। তবে সম্প্রতি ছবির শুটিংয়ের পর একটি কা- ঘটিয়ে সবাইকে অবাক করেছেন রণবীর ও প্রিয়াংকা। মধ্যরাত পর্যন্ত এ ছবির একটি গানের শুটিংয়ে অংশ নেন এই জুটি। সঙ্গে ছিলেন দীপিকাও।
শুটিং শেষে দীপিকা সোজা নিজের বাসায় চলে যান। কিন্তু একসঙ্গে থেকে যান রণবীর ও দীপিকা। শুধু তাই নয়, পুরো রাত একসঙ্গে কাটিয়েছেন তারা।
ছবির শুটিং স্পট থেকে তারা সোজা চলে যান মুম্বইর একটি বারে। সেখানে বেশ কিছু সময় অতিক্রম করেন। এ সময় মদপানের পাশাপাশি ঘনিষ্ঠভাবে নাচেনও তারা। এরপরও যার যার পথে চলে যাননি। বরং সারারাত একসঙ্গে গাড়িতে পুরো মুম্বই শহর চষে বেড়িয়েছেন।
এ বিষয়ে প্রিয়াংকা টুইটারে লিখেছেন, জীবনের সবচেয়ে আনন্দময় রাত আমি কাটিয়েছি গতকাল। আর এ রাতকে স্মরণীয় করে রাখার জন্য আমার কাছের বন্ধু রণবীর সিংকে অনেক ধন্যবাদ। সারারাত মুম্বই শহর ঘুরে বেড়িয়েছি আমরা। এই প্রথম এরকম অভিজ্ঞতা হলো আমার। ব্যস্ততার জন্য তো কোন কিছু করার সময়ই করতে পারি না। বানসালীর সেট থেকেই তাই আমরা বেরিয়ে পড়লাম। রাতের রঙিন মুম্বইটা অনেক উপভোগ করলাম।
প্রিয়াংকার এমন টুইটার আপডেটে আলোচনার ঝড় শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন রকমের মুখরোচক সংবাদ পরিবেশন করছে রণবীর-প্রিয়াংকাকে নিয়ে। তবে এ বিষয়ে বরাবরের মতো রণবীর সিংয়ের কোন বক্তব্য পাওয়া যায়নি।