সম্প্রতি নিজ মুখেই এ কথা স্বীকার করেছেন প্রীতি। ফিল্মফেয়ার পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে নেসের সাথে সম্পর্কের কথা জানতে চাইলে প্রীতি বিচ্ছেদের কথা কবুল করে নেন।
তিনি জানিয়েছেন, তিনি এখন অন্য কারো হাত ধরেছেন। নেসকে ছাড়া তিনি ভালই আছেন। প্রীতির জীবনে এখন নতুন পুরুষের আগমন ঘটেছে। তবে কে সেই পুরুষ, যার সঙ্গে বলিউড অভিনেত্রী এখন ডেটিং করছেন বলে বলিউডে গুঞ্জন ছড়াচ্ছে। কে সেই রহস্যময় মানুষটি? সে বিষয়ে মুখ খুলেননি প্রীতি। এদিকে প্রেমের সম্পর্কে ইতি টানলেও পেশাগত দিক থেকে এখনো একসঙ্গে আছেন প্রীতি ও নেসে। দুজনে মিলে একসঙ্গে কিংস ইলেভেন পঞ্জাব দলটাও কিনেছেন। আইপিএল-এর এবারের আসরে তীব্র গতিতে ছুটছে প্রীতির দলের বিজয়রথ। তবে কে প্রীতির সেই প্রাণের পুরুষ, সেই জল্পনাই চলছে বলিউডের আনাচে-কানাচে।