বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেন।
সমকাল প্রতিবেদক
বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন।
এ সময় তিনি বলেন, "২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছিল। শেখ হাসিনার সরকার পুরোপুরিভাবে সফল হয়েছে। শেখ হাসিনা মেয়াদের শুরু থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় সফল হয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এ সরকারের আমলে বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার হয়েছে।"
দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, "৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।"
এ জন্য তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। নানা ভয় ভীতি উপেক্ষা করে নির্বাচনে ভোট দেয়ার জন্য ভোটারদেরও অভিনন্দন জানান রাষ্ট্রপতি।