Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Wednesday 29 January 2014

বিএনপি নেত্রীর নির্বাচনে না আসা দুঃখজনক: রওশন

বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এ কথা বলেন।
সমকাল প্রতিবেদক
বিএনপি নেত্রীর নির্বাচনে না আসা দুঃখজনক: রওশনদশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, এতো দিন এ সংসদের বিরোধীদলীয় নেতা ছিলেন খালেদা জিয়া। তিনি এবার নির্বাচনে অংশ নেননি। তার নির্বাচনে না আসা দুঃখজনক।
বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।
বক্তব্যে রওশন এরশাদ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তার পাশেই বসা ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি বলেন, "আমাদের দেশের বড় সমস্যা রাজনীতি। দেশের জন্য রাজনীতিকে বিসর্জন দিতে হবে। সবাইকে এক সাথে মিলিত হয়ে দেশের জনগণের জন্য কাজ করতে হবে।"
সংসদ নির্বাচনে বিএনপির না আসা প্রসঙ্গে রওশন বলেন, "অন্যদল নির্বাচনে আসেনি বলে নির্বাচন হবে না, এটাতো হয় না। সাংবিধানিক ধারা এগিয়ে নিতে এবং গণতন্ত্রেকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই।"
তিনি বলেন, "অনেকেই বলছেন সরকারে থেকে জাতীয় পার্টি বিরোধী দল হয় কি ভাবে। এটা নতুন কনসেপ্ট। আমরা দেখাতে চাই আমাদের মন্ত্রী আছেন ঠিকই, কিন্তু আমারা সেভাবেই বিরোধী দলের ভূমিকা রাখতে চাই। কতটুকু সফল হবো জানি না। আমাদের আন্তরিকতার ঘাটতি হবে না।"