বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাছ উদ্দীন ভূঁইয়া স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও স্বাস্থ্য সচিবকে এ নোটিস পাঠান।
সমকাল প্রতিবেদক
ফাইল ছবি।
প্রকাশ্যে
ধূমপান করায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর বিরুদ্ধে আইন অনুসারে
ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীসহ তিনজনের কাছে উকিল নোটিস পাঠানো
হয়েছে। অপর দুই জন হলেন-মন্ত্রী পরিষদ সচিব ও স্বাস্থ্য সচিব।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাছ উদ্দীন ভুঁইয়া এ নোটিস পাঠান।
এখলাছ
উদ্দীন ভূঁইয়া সমকালকে জানান, প্রকাশ্যে ধূমপান করায় ২৪ ঘণ্টার মধ্যে
সমাজকল্যাণমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নোটিসে বলা হয়েছে।
অন্যথায় তার বিরুদ্ধে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫
এর ২(চ) ধারা অনুসারে আদালতে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হবে। সোমবার
সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জেএসসি ও প্রাথমিক সমাপণী
পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে বসে
সমাজকল্যাণমন্ত্রী প্রকাশ্যে ধূমপান করেন। ধুমপান করা ছবি গণমাধ্যমে প্রকাশ
হলে সমাজকল্যাণমন্ত্রী পরদিন ক্ষমা প্রার্থনা করেন। এরপরেও বুধবার মন্ত্রীর বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানো হয়।