Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Monday 16 December 2013

হাসপাতাল থেকেই সাংগঠনিক কার্যক্রম



জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার নিজেই বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গণমাধ্যমকে জানিয়েছেন, এরশাদ কিছুটা অসুস্থ, হাসপাতালে তার চিকিত্সা চলছে তবে হাসপাতালে ভর্তির পরদিন থেকেই এরশাদ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে থাকেনতার বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ শুক্রবার সংবাদ সম্মেলন করে বলেছেন, এরশাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছেএসময় এক বিশেষ বার্তায় এরশাদ বলেছেন 'আমি অসুস্থ নই, গ্রেফতারের উদ্দেশ্যে আমাকে চিকিত্সার কথা বলে হাসপাতালে আটকে রাখা হয়েছে' শনিবারও ববি হাজ্জাজ সংবাদ সম্মেলন করে বলেছেন, তার সঙ্গে এদিনও এরশাদের যোগাযোগ হয়েছেএদিন এরশাদ তাকে বলেছেন 'তিনি নির্বাচনে নেই, তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি, সরকার জোর করে তাকে এমপি বানিয়ে দিচ্ছে' শনিবার সকালে এরশাদের সঙ্গে হাসপাতালে দেখা করে সাংগঠনিক বিষয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন জিএম কাদের ও রুহুল আমিন হাওলাদার
গতকালও তারা দু'জন এরশাদের সঙ্গে বৈঠক করেছেনজাপা চেয়ারম্যান গতকাল চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী ও পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেনএছাড়াও জাপা চেয়ারম্যান গতকাল রংপুর জেলা ও মহানগরের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেনতিনি সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসাকে আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফাকে সদস্য সচিব করে রংপুর জেলা জাপার আহ্বায়ক কমিটি এবং আব্দুর রউফ মানিককে আহ্বায়ক ও এসএম ইয়াসিরকে সদস্য সচিব করে রংপুর মহানগর জাপার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেনজাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা অবিলম্বে কার্যকর হবে