রাজধানীর বারিধারায় নিজ বাসা থেকে র্যাবের গাড়িতে করে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে সিএমএইচে ভর্তি হন এইচএম এরশাদ। ওই রাতেই তার
সঙ্গে হাতপাতালে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন রুহুল আমিন হাওলাদার। বলা হচ্ছে এরশাদ 'অসুস্থ' এবং 'আটক'। তবে গত তিনদিনেই এরশাদের খাবার গেছে তার নিজের বারিধারার বাসা থেকে। এরশাদের ব্যক্তিগত স্টাফ ওহাব প্রতিদিন
নাশতা ও খাবার নিয়ে হাসপাতালে যাচ্ছেন। জাপা চেয়ারম্যানের সঙ্গে প্রতিদিনই কয়েকবার দেখা করছেন তার ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আখতার। এরশাদ সঙ্গে তার
একাধিক মোবাইল ফোনও
রেখেছেন। সাধারণত সেগুলো বন্ধ রাখেন, প্রয়োজনমত
মোবাইল খুলে বিভিন্ন জনের
সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছেন বলে তার ব্যক্তিগত একাধিক স্টাফ গতকাল ইত্তেফাককে নিশ্চিত করেন।