Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Thursday 12 December 2013

ইসলামী ব্যাংকিংয়ে যেতে চায় পাঁচ ব্যাংক


শরিয়াহভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তরিত হতে চায় প্রচলিত ধারার পাঁচটি বেসরকারি ব্যাংক। ব্যাংকগুলো এরই মধ্যে পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে। এর বাইরে বেশ কয়েকটি ব্যাংক ইসলামী ব্যাংকিং শাখা খোলার আবেদন করেছে। অনেকেই আবার ইসলামী ব্যাংকিং শাখা বাড়ানোর অনুমতি চেয়েছে। এসব আবেদন এখন কেন্দ্রীয় ব্যাংকের বিবেচনাধীন।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তরের আবেদন করেছে বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক, যমুনা ব্যাংক, এনসিসি ব্যাংক ও নতুন অনুমতি পাওয়া সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ও আইএফআইসি ব্যাংক ইসলামীতে।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম সমকালকে বলেন, এলসি খোলাসহ সব ধরনের বৈদেশিক ও দেশীয় বাণিজ্য করার সুযোগ ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় রয়েছে। আবার মুসলমান হিসেবে শরিয়াহ আইনও পালন করা যাচ্ছে। এ ছাড়া ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় এক খাতের ঋণ অন্য খাতে যাওয়ার সুযোগ কম। এতে করে বিনিয়োগ ঝুঁকি একেবারে কম থাকে। মুনাফাও ভালো হয়। এসব কারণে ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের আবেদন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা সমকালকে বলেন, আবেদনগুলো বিবেচনাধীন রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশে বর্তমানে আটটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক রয়েছে। এ ছাড়া প্রচলিত ধারার ১৬টি ব্যাংক ইসলামী ব্যাংকিং শাখা খুলে সেবা দিচ্ছে। গত সেপ্টেম্বর পর্যন্ত এগুলোর আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৫৯৪ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট আমানতের ১৮ দশমিক ৮৪ শতাংশ। আর ঋণ রয়েছে ৯৫ হাজার ১৩৩ কোটি টাকা, যা মোট ঋণের ২১ দশমিক ৪৯ শতাংশ। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক হিসেবে কাজ করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, শাহজালাল, আল-আরাফাহ, এক্সিম, সোস্যাল, ফার্স্ট সিকিউরিটি, আইসিবি ও ইউনিয়ন ব্যাংক।
-সমকাল প্রতিবেদক  http://adf.ly/?id=353839