যেসব আসনে জাপা প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তাদেরকে দলীয় প্রতীক 'লাঙ্গল' বরাদ্দ দিতে সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় প্যাডে চিঠি দিয়েছেন জাপা মহাসচিব। এরকম কয়েকটি চিঠি ইত্তেফাকের কাছেও এসেছে। অন্যদিকে, যারা দলের নির্দেশ অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করবে না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন এরশাদ। তবে এরকম কারও বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বরং যারা কাজী জাফর আহমদের সঙ্গে গেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এরশাদ।
এরশাদ, রওশন, জিএম কাদের ও হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায়
এরশাদ তিনটি আসনেই, তার স্ত্রী রওশন একটিতে, ভাই জিএম কাদের দুটি আসনে এবং দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ১টি আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন। 'লাঙ্গল' প্রতীকে তারা এখনও প্রার্থী। এমনকি তারা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়া জাপা নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, তাজুল ইসলাম চৌধুরী, মাইদুল ইসলাম, শরিফুল ইসলাম জিন্নাহ, নূরুল ইসলাম তালুকদার, নূরুল ইসলাম ওমর, সালাহউদ্দিন আহমেদ, লিয়াকত হোসেন খোকা, নাসিম ওসমান, পীর ফজলুর রহমান, সেলিম উদ্দিন, আব্দুল মুনিম চৌধুরী, আমির হোসেন, নূরুল ইসলাম, মোহাম্মদ নোমান ও মো. ইলিয়াছসহ অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।